ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচক ও লেনদেন কমেছে

প্রকাশিত: ০৪:০১, ২৬ ফেব্রুয়ারি ২০১৬

পুঁজিবাজারে সূচক ও লেনদেন কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের উভয় বাজারে লেনদেনের সঙ্গে কমেছে সব ধরনের সূচক। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪৫৯ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ৪২ কোটি টাকা কম। গত বুধবার উভয় পুঁজিবাজারে লেনদেন হয়েছিল ৫৩৭ কোটি টাকা। ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে। বাজার বিশ্লেষইে দেখা গেছে, প্রধান সূচক ডিএসইএক্স ১১ দশমিক ৯৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৬৮ পয়েন্টে। এছাড়া ডিএসইএস বা শরিয়াহ সূচক ৪ দশমিক ৮৫ পয়েন্ট কমে ১ হাজার ১১৫ পয়েন্টে এবং ৪ দশমিক ৫৪ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৫৩ পয়েন্টে। এছাড়া ডিএসইতে বৃহস্পতিবার লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩১টির, কমেছে ১৪৮টির এবং পরিবর্তন হয়নি ৫০টি কোম্পানির শেয়ারদর। টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলোÑ লংকা-বাংলা ফিন্যান্স, কাশেম ড্রাইসেল, ইউনাইটেড পাওয়ার, সিঙ্গার বাংলাদেশ, বিএসআরএম লিমিটেড, বেক্স ফার্মা, স্কয়ার ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট, শাশা ডেনিমস এবং ইউসিবিএল। অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৩৪ কোটি ৬১ লাখ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫২ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে শেয়ার লেনদেন কমেছে ১৮ কোটি ১৮ লাখ টাকা। বৃহস্পতিবার সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ৩৫ দশমিক ৪৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৮ হাজার ৫৭৩ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ২৮ দশমিক ৫০ পয়েন্ট কমে ১২ হাজার ৭৭৭ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৩ দশমিক ৯৭ পয়েন্টে কমে অবস্থান করছে ১ হাজার ২৮ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৫৬ দশমিক ৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ১০৮ পয়েন্টে। এছাড়া সিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৯৪টির, কমেছে ১১৩টির এবং পরিবর্তন হয়নি ৩৮টি কোম্পানির শেয়ারদর। টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলোÑ লংকা-বাংলা ফিন্যান্স, লাফার্জ সুমরা সিমেন্ট, প্রিমিয়ার সিমেন্ট, আল-আরাফা ইসলামী ব্যাংক, ইউনাইটেড পাওয়ার, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ইউনাইটেড এয়ার, সিঙ্গার বাংলাদেশ, ইউসিবিএল এবং সিটি ব্যাংক।
×