ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তোশিবা টিইসি এখন আরও ;###;উন্নত

আরও খবর

প্রকাশিত: ০৪:০০, ২৬ ফেব্রুয়ারি ২০১৬

আরও খবর

তোশিবা টিইসি কর্পোরেশন এবং আইওএম ই-স্টুডিও ২৮০২এএম এবং ই-স্টুডিও ২৩০৩এ সিরিজের দু’টি মাল্টিফাংশন পেরিফেরাল্স (এমএফপি) নিয়ে এসেছে যা তার এ্যাড অন ফিচারের কারণে উন্নত প্রিন্টিং এক্সপেরিয়েন্স দেবে। নতুন এই এমএফপি সিরিজের উন্নত প্রযুক্তি এবং সুদৃশ্য ডিজাইন সংবলিত। ই-স্টুডিও ২৮০২এএম এবং ই-স্টুডিও ২৩০৩এ মডেল দু’টি ই-স্টুডিও সিরিজ এমএফপি’র অন্তর্ভুক্ত। আকারে ছোট হবার কারণে এই মডেলগুলো ছোট থেকে মাঝারি ব্যবসায়ের জন্য অত্যন্ত কার্যকরী যা অবিরত ব্যবহার করা যায়।-বিজ্ঞপ্তি জিপি ও ফুডপা-ার আয়োজনে শুরু হচ্ছে অনলাইন ফুড ফেস্টিভেল ২০১৬ গ্রামীণফোনের সঙ্গে মিলে দেশের সবচেয়ে বড় অনলাইন ফুড ফেস্টিভেলের আয়োজন করছে অনলাইনে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান ফুডপা-া। ‘গ্রামীণফোন-ফুডপা-া অনলাইন ফুড ফেস্টিভেল’ ঢাকা ও চট্টগ্রামে একযোগে আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ২৯ ফেব্রুয়ারি, ২০১৬ পর্যন্ত। মোবাইলে ফুডপা-া এ্যাপ্লিকেশন ব্যবহার করে যে কেউ খাবার অর্ডার করলে একটি কিনলে একটি ফ্রি অফার উপভোগ করতে পারবেন। এছাড়া অর্ডার করা খাবারের মূল্যের উপর সর্বোচ্চ শতকরা ৫০ ভাগ ছাড়ের আয়োজন রাখা হয়েছে ভোজনরসিকদের জন্য। নাগা, ওয়াও বার্গার, চাপ সামলাও, বিটার সুইট ক্যাফে, স্টেক হাউস, ফাজিতাস, গ্লেজ্ড, প্যাদা টিং টিং, খানাস, প্ল্যাটার, শর্মা হাউস, টাইম আউট, ইতালিয়ান পিৎজা হাট, ফুজিয়ান রেস্টুরেন্ট, মিট লাভার্স, কোপাকাবানা, স্মোক মিউজিক ক্যাফে, সুমি’স হট কেক, জাপানিজ রেস্টুরেন্ট ইচি, ডমিনস পিৎজা, কয়লা, গ্লাসহাউস, নোম্যাড্স, আমেরিকান বার্গার, আল ফ্রেসকো, সোই থ্রি, ফু ওয়াং শর্মা, কমিক ক্যাফে, বাবুর্চি রেস্টুরেন্ট, বিএনবি, পিৎজা ইন্ড, ফুড ড্রিংক্স রেস্টুরেন্ট, দ্যা গ্যালারি, চাবি রোল্স, ওক এ্যান্ড রোল, দ্যা সিগনেচার, জাইতুন, হাটখোলা, বুম টাউন, সুপার ইয়াম, ঢাবা, এ্যারাবিয়ান ব্রোস্ট চিকেন, বার্গার বাইট্স, লেমনগ্রাস, গার্লিক ক্যাফে, হট চিকেন, সারাবেলাসহ ঢাকা ও চট্টগ্রামের অসংখ্য খাবারের আউটলেট ‘গ্রামীণফোন-ফুডপা-া অনলাইন ফুড ফেস্টিভাল’-এর তালিকায় রাখা হয়েছে। Ñবিজ্ঞপ্তি ১৯ মে রিহ্যাব নির্বাচন দেশের আবাসন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট এ্যান্ড হাউসিং এ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) ২০১৬-১৮ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন ১৯ মে অনুষ্ঠিত হবে। ব"হস্পতিবার এ নির্বাচনী তফসিল ঘোষণা করেন নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আমিন হেলালী। তফসিলে নির্বাচনের আচরণবিধিসহ প্রয়োজনীয় তথ্য প্রকাশ করা হয়েছে। এ নির্বাচনে রিহ্যাবের সাধারণ সদস্যরা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে কার্যনির্বাহী পরিষদের ২৯ জন সদস্যকে ২০১৬-১৮ সালের জন্য নির্বাচিত করবেন। Ñঅর্থনৈতিক রিপোর্টার কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপন জারি আন্তর্জাতিক ক্রেডিট কার্ডে লেনেদেন সীমা বাড়ল অর্থনৈতিক রিপোর্টার ॥ আন্তর্জাতিক ক্রেডিট কার্ডধারীদের (আইসিসি) অনলাইনে লেনদেন করার সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে আন্তর্জাতিক ক্রেডিট কার্ডধারী ব্যক্তি বিদেশী উৎস্য থেকে পণ্য কেনায় একবারে ৩০০ ডলারের লেনদেন করতে পারবেন। আগে এ সীমা ছিল ১০০ ডলার। এ বিষয়ে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ একটি সার্কুলার জারি করেছে। যা বৈদেশিক মুদ্রায় লেনদেনে নিয়োজিত অথরাইজড ডিলার ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। জানা গেছে, ২০১৩ সালের ৩০ মে আইসিসি ব্যবহার করে অনলাইনে বিদেশী শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি বা আবেদনের ফিসহ অন্যান্য আর্থিক লেনদেনের সুযোগ দিতে একই বিভাগ থেকে সার্কুলার জারি করা হয়। ওই প্রজ্ঞাপনে প্রতি লেনদেনের সর্বোচ্চ সীমা ১০০ ডলার বেঁধে দেয়া হয়। এতে বলা হয়, আন্তর্জাতিক ক্রেডিট কার্ডধারী ব্যক্তি বিদেশী খ্যাতিমান নির্ভরযোগ্য উৎস হতে সফটওয়্যার, ই-বুকসহ বৈধ পণ্য ও সেবা কেনার ক্ষেত্রে একবারে ১০০ ডলারের বেশি লেনদেন করতে পারবেন না।
×