ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কোটিপতিতে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেল চীন

প্রকাশিত: ০৪:০০, ২৬ ফেব্রুয়ারি ২০১৬

কোটিপতিতে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেল চীন

কোটিপতির সংখ্যায় মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন। তবে শীর্ষ ১০ জন কোটিপতি রয়েছে মার্কিনদের দখলে। সম্প্রতি চীনভিত্তিক সম্পদ গবেষণা প্রতিষ্ঠান হারুন’স এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ৯০ জন নতুন বিলিয়নিয়রসহ চীনে এখন বিলিয়নিয়রের সংখ্যা ৫৬৮ জন। অন্যদিকে যুক্তরাষ্ট্রে রয়েছে ৫৩৫ জন। মার্কিন ডলারে সম্পদের হিসাব করে গত ৫ বছর ধরে বিশ্বে ধনীদের নিয়ে প্রতিবেদন প্রকাশ করে যাচ্ছে গবেষণা প্রতিষ্ঠানটি। বিশ্ব অর্থনীতিকে দুর্বল করতে যখন চীনের অর্থনৈতিক মন্থরগতিকে দায়ী করা হচ্ছে, ঠিক তখনই এমন তথ্য দেয়া হচ্ছে। হারুন’স জানিয়েছে, শুধু সামগ্রিকভাবে নয়, শহর হিসেবেও এবার নিউইয়র্ককে টপকে গেছে বেজিং। বিশ্বের মধ্য এবার বেজিংই সবচেয়ে বেশি কোটিপতির শহর হিসেবে নাম লিখিয়েছে। নিউইয়র্কে যখন কোটিপতির সংখ্যা ৯৫ জন, তখন বেজিংয়ে ১০০ জন। Ñঅর্থনৈতিক রিপোর্টার
×