ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশ্ব অর্থনীতি সঙ্কটময়॥ আইএমএফ

প্রকাশিত: ০৩:৫৯, ২৬ ফেব্রুয়ারি ২০১৬

বিশ্ব অর্থনীতি সঙ্কটময়॥ আইএমএফ

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিশ্ব অর্থনীতি বর্তমানে বেশ সঙ্কটময় সময় পার করছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি মনে করছে, সম্পত্তির দাম কমতে থাকা এবং বিভিন্ন সঙ্কট বাড়তে থাকায় বিশ্ব অর্থনীতি দিন দিন দুর্বল হচ্ছে। সাংহাইতে জি-টুয়েন্টির অর্থমন্ত্রীদের সম্মেলনের আগে এমন পূর্বাভাস দিল আইএমএফ। এাছাড়া চীনের মন্থর অর্থনীতিকেও এর জন্য দায়ী করছে সংস্থাটি। আইএমএফের প্রতিবেদনে দেখা যায়, উন্নত দেশগুলো প্রত্যাশানুযায়ী প্রবৃদ্ধি অর্জনে ব্যর্থ হচ্ছে। তাছাড়া কিছু দেশে ভোক্তা চাহিদা কমেই চলছে। এমন অবস্থায় বিশ্ব অর্থনীতির ঘুরে দাঁড়ানোর গতি মন্থর হয়ে পড়েছে। আইএমএফের বরাত দিয়ে বৃহস্পতিবার বিবিসি, গার্ডিয়ানসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে। খবরে বলা হয়, উন্নত দেশগুলো প্রত্যাশানুযায়ী প্রবৃদ্ধি অর্জনে ব্যর্থ হচ্ছে। তাছাড়া কিছু দেশে ভোক্তা চাহিদা কমেই চলছে। এমন অবস্থায় বিশ্ব অর্থনীতির ঘুরে দাঁড়ানোর গতি মন্থর হয়ে পড়েছে। আইএমএফের প্রতিবেদনে বলা হয়, চাহিদা কমে যাওয়ায় বিশ্বের বড় অর্থনীতির দেশগুলোর অর্থনৈতিতে গতি কমে গেছে। আর অনেক দেশ তাদের অর্থনীতির পুনরুদ্ধারে সংগ্রাম করে যাচ্ছে। চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির ভারসাম্য ঠিক না থাকায় বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব পড়েছে। এতে পণ্যবাজারসহ বিভিন্ন বাজারে সঙ্কট সৃষ্টি হয়েছে। ভূরাজনৈতিক সংঘাত, তেলের দামে ধস, শেয়ারবাজার ও পণ্যবাজারে অস্থিরতাসহ বিভিন্ন বিষয় পর্যালোচনা করে বৈশ্বিক অর্থনীতির অবস্থা তুলে ধরেছে আইএমএফ। সংস্থাটি বলেছে, বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে জি২০ অন্তর্ভুক্ত দেশগুলোর নতুন কোন কৌশল গ্রহণ করতে হবে। আইএমএফের মতে, চলতি বছর বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ৩ দশমিক ৪ শতাংশ। এ ধারাবাহিকতায় ২০১৭ সালে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ৩ দশমিক ৬ শতাংশ।
×