ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দ্বিতীয় দফা ইউপি ভোট

আওয়ামী লীগের ৪৬৪ চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত

প্রকাশিত: ০৮:৪৯, ২৫ ফেব্রুয়ারি ২০১৬

আওয়ামী লীগের ৪৬৪ চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত

বিশেষ প্রতিনিধি ॥ টানা দু’দিনের বৈঠকে ৬৭২ ইউনিয়নের মধ্যে ৪৬৪ ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। বুধবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারী বাসভবন গণভবনে দলের স্থানীয় সরকার/ ইউপি নির্বাচন মনোনয়ন বোর্ডের দীর্ঘ বৈঠকে এসব প্রার্থিতা চূড়ান্ত করা হয়। রাত আটটায় শুরু হয়ে সাড়ে এগারোটা পর্যন্ত চলে বৈঠক। বৈঠকসূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার সকাল থেকেই মনোনীত দলীয় প্রার্থীদের অনুকূলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত প্রতীক বরাদ্দের চিঠি হস্তান্তর করবে আওয়ামী লীগ। দুপুর পর্যন্ত চূড়ান্ত প্রার্থী তালিকা আনুষ্ঠানিক ঘোষণা করা হতে পারে। একই সঙ্গে আজ সন্ধ্যা সাতটায় পুনরায় বৈঠক বসে দ্বিতীয় দফায় অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনের বাকি প্রার্থীও চূড়ান্ত করবে দলটি। বুধবার রাতের বৈঠকে তৃণমূল থেকে আসা প্রার্থী তালিকার সঙ্গে তিন স্তরের দলীয় গোপন জরিপ পর্যালোচনা করে দলের একক প্রার্থিতা চূড়ান্ত করা হয়। এছাড়া তৃণমূল থেকে আসা বিভিন্ন অভিযোগ নিয়েও বৈঠকে আলোচনা হয়। বৈঠকে মনোনয়ন বোর্ডের সদস্য ওবায়দুল কাদের, কাজী জাফরউল্লাহ, অধ্যাপক ড. আলাউদ্দিন আহমেদ চৌধুরী, আবুল হাসনাত আবদুল্লাহ, মাহবুব-উল-আলম হানিফ, ডাঃ দীপু মনি, ড. আবদুর রাজ্জাক, কর্নেল (অব) ফারুক খান, এ্যাডভোকেট আবদুল মান্নান খানসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী দ্বিতীয় দফায় ঢাকা বিভাগে ২৩৫, রংপুর বিভাগে ১৩০, চট্টগ্রাম বিভাগে ১০৬, রাজশাহী বিভাগে ৮৫, খুলনা বিভাগে ৭১, সিলেট বিভাগে ৪৬ এবং বরিশাল বিভাগে ১১ ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে ৩১ মার্চ।
×