ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৭:০৯, ২৫ ফেব্রুয়ারি ২০১৬

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

১.আজকের দিনে সারা পৃথিবীতে শক্তিশালী ও জনপ্রিয় গণমাধ্যম কোনটি? ক) বেতার খ) চলচ্চিত্র গ) টেলিভিশন ঘ) সংবাদপত্র ২.সাধারণত কোন গানের আসরটি শহরাঞ্চলে বসত? ক) খেউড় খ) গম্ভীরা গ) মুর্শিদি ঘ) ভাওয়াইয়া ৩.বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্বপূর্ণ দিক হচ্ছে- র. বাঙালিকে বীরের জাতিতে রূপান্তরিত করেন রর. বাঙালিকে স্বাধীনতার জন্যে প্রস্তুত করেন ররর. বাঙালিকে পাকিস্তানের সাথে সমঝোতার জন্যে প্রস্তুত করেন নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর ৪.বাংলাদেশে এখন কত লক্ষের অধিক শ্রমিক পোশাক শিল্পে কাজ করছে? ক) ২০ খ) ৩০ গ) ৩৫ ঘ) ২৫ ৫.সামাজিকীকরণ বলতে কোন বিষয়টিকে আয়ত্ত করাকে বোঝায়? ক) সমাজের নিয়ম-কানুন খ) রাষ্ট্রের নিয়ম-কানুন গ) কুসংস্কার ঘ) রাষ্ট্রীয় বিশ্বাস ৬.পর্যাপ্ত চিত্তবিনোদনের সাথে কিসের সম্পর্ক রয়েছে? ক) হাসি তামাশার খ) মানসিক প্রশান্তির গ) বিকারগ্রস্ততার ঘ) ব্যথা বেদনার ৭.২০১১ সালে জাপানের উত্তর-পূর্ব এলাকায় সংঘটিত ভয়াবহ সুনামিতে ভূকম্পনের মাত্রা কত ছিল? ক) ৭.৯ খ) ৮.২ গ) ৮.৭ ঘ) ৮.৯ ৮.আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর কোন রাষ্ট্রটিতে অবস্থিত? ক) নাইজেরিয়া খ) দক্ষিণ আফ্রিকা গ) ইথিওপিয়া ঘ) ক্যামেরুন ৯.মানব সৃষ্ট দুর্যোগ যা করে- র. জীবনযাত্রা বিপর্যস্ত রর. সমাজের পরিবর্তন ররর. পরিবেশের ভারসাম্য বিনষ্ট নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও ররর গ) রর ঘ) ররর ১০.বাংলাদেশের জাতীয় জাদুঘরটি কোথায় অবস্থিত? ক) ঢাকার শাহবাগে খ) ঢাকার মিরপুরে গ) ঢাকার লালবাগে ঘ) ঢাকার মতিঝিলে ১১.আলোচনা ভেঙে দিয়ে কবে বাঙালির বিরুদ্ধে সামরিক অভিযান বেছে নেয় পাকিস্তান সরকার? ক) ২৩ মার্চ খ) ২৪ মার্চ গ) ২৫ মার্চ ঘ) ২৬ মার্চ ১২.পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে সংবিধানের মাধ্যমে কেন্দ্র ও অঙ্গরাজ্যসমূহের ক্ষমতা বণ্টনের করা হয়? ক) এককেন্দ্রিক খ) যুক্তরাষ্ট্রীয় গ) প্রজাতান্ত্রিক ঘ) কানাডা গণতান্ত্রিক ১৩.ঔপনিবেশিক যুগে ঢাকা শহরে বেশ কয়েকটি কী নির্মাণ করা হয়েছিল? ক) ধর্মীয় ইমারত খ) প্রশাসনিক ইমারত গ) আদালত ভবন ঘ) বাণিজ্যিক ইমারত ১৪.সরকার কর্তৃক গৃহীত আমাদের দেশের জনসংখ্যাকে সম্পদে পরিণত করার অন্যতম কৌশলটি হলো- র. প্রযুক্তি ও কারিগরি শিক্ষার প্রসার রর. নারীশিক্ষার প্রসার ররর. সম্পদভিত্তিক সমাজ গড়ে তোলা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর ১৫.বাংলাদেশের আইন সভা কয় কক্ষ বিশিষ্ট? ক) এক খ) তিন গ) চার ঘ) পাঁচ ১৬.রাষ্ট্র পরিচালিত হয় কিসের ভিত্তিতে? ক) সরকারের খ) সংবিধানের গ) সমাজের ঘ) জনগণের ১৭.জনগণের আয় বৃদ্ধি পেলে যা হয়- র. জীবনযাত্রার মান বৃদ্ধি পায় রর. দারিদ্র্য থেকে মুক্তি পাওয়া সম্ভব হয় ররর. ক্ষুধামুক্ত জাতি গঠন করা যায় নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ১৮.আমাদের দেশে কিশোর অপরাধের কারণ কী? ক) দারিদ্র্য খ) বিবাহ বিচ্ছেদ গ) আদর-যতেœর অভাব ঘ) চিত্তবিনোদনের অভাব ১৯.পাকিস্তান ও থাইল্যান্ডে কিশোর অপরাধীর বয়সীমা কত বছর? ক) ৭ থেকে ১৫ বছর খ) ৭ থেকে ১৬ বছর গ) ৭ থেকে ১৭ বছর ঘ) ৭ থেকে ১৮ বছর ২০.সামাজিকীকরণ প্রক্রিয়া শুরু হয় কখন থেকে? ক) জন্মের পর থেকে খ) কৈশোর থেকে গ) মধ্যবয়স থেকে ঘ) পরিণত বয়স থেকে ২১.মদ্য বা মদ বলতে বোঝায়- ক) বোতলজাত পানীয় খ) ঘুম পাড়ানি পানীয় গ) নেশাযুক্ত পানীয় ঘ) শক্তির যোগানদাতা পানীয় ২২.বাংলাদেশের সঙ্গে সীমান্ত রয়েছে এমন কোন রাষ্ট্র আসিয়ানের সদস্য? ক) ভারত খ) মিয়ানমার গ) ভুটান ঘ) চীন ২৩.বাংলাদেশের মোট জাতীয় উৎপাদনের হিসাব করে কোন ব্যাংক? ক) বৈদেশিক ব্যাংক খ) বাংলাদেশ ব্যাংক গ) কর্মসংস্থান ব্যাংক ঘ) কৃষি ব্যাংক ২৪.বাংলাদেশ জাতীয় সংসদ কোথায় অবস্থিত? ক) সাভার খ) আগারগাঁও গ) ধানম-ি ঘ) সোনারগাঁও ২৫.বাংলাদেশে জনসংখ্যাকে সম্পদে পরিণত করার উপায় হচ্ছে- র. শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ রর. কৃষি, শিল্প এবং তথ্য যোগাযোগ প্রযুক্তির অগ্রাধিকার ররর. দক্ষ জনশক্তিকে বিদেশে রপ্তানি করা নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও রর গ) রর ঘ) ররর ২৬.আল বুকার্ক ছিলেন- ক) দক্ষ নাবিক খ) দক্ষ রাজনীতিবিদ গ) দক্ষ বৈমানিক ঘ) দক্ষ সাহিত্যিক ২৭.নবাব সিরাজউদ্দৌলার বড় খালার নাম কী ছিল? ক) ঘসেটি বেগম খ) জাহানারা বেগম গ) আনোয়ারা বেগম ঘ) ঝোঁধা বাঈ ২৮.বেতার প্রভাবিত কর- র. রাজনৈতিক জীবন রর. ব্যক্তিজীবন ররর. সামাজিক জীবন নিচেরকোনটি সঠিক? ক) র খ) রর ও ররর গ) রর ঘ) ররর ২৯.শাব্দিক অর্থ ছাড়াও চর্যাপদের কী বুঝতে হয়? ক) সারমর্ম খ) ভাবার্থ গ) ধর্মকথা ঘ) নীতিকথা ৩০.জাতিসংঘের মহাসচিব কয় বছরের জন্য নির্বাচিত হন? ক) ২ বছর খ) ৩ বছর গ) ৪ বছর ঘ) ৫ বছর ৩১.কিসের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক বিষয়সমূহ আমরা ঘরে বসে দেখতে পাই? ক) রেডিও খ) টেলিভিশন গ) টেপরেকর্ডার ঘ) ইন্টারনেট ৩২.পানাম নগরের সরদার বাড়িটিতে কয়টি প্রাসাদ ছিল? ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ৫টি ৩৩.সাঁওতালদের প্রধান জীবিকা কী? ক) কৃষি খ) ব্যবসা গ) চাকরি ঘ) পোশাক তৈরি ৩৪.বাংলাদেশকে বলা হয়- ক) কৃষিপ্রধান দেশ খ) শিল্পপ্রধান দেশ গ) বাণিজ্যপ্রধান দেশ ঘ) পরাশক্তির দেশ ৩৫.আলমগীর কবীর জনপ্রিয়তা অর্জন করে- ক) কবি হিসেবে খ) সাহিত্যিক হিসেবে গ) চলচ্চিত্র নির্মাতা হিসেবে ঘ) সঙ্গীত শিল্পী হিসেবে ৩৬.ভিন্ন দেশের সংস্কৃতির প্রভাবে বাংলাদেশের যুব সমাজ কীভাবে মাদকে আকৃষ্ট হয়? ক) কৌতূহলী হয়ে খ) বিভ্রান্ত হয়ে গ) বিভ্রান্ত ও পথভ্রষ্ট হয়ে ঘ) পথভ্রষ্ট হয়ে ৩৭.বাংলাদেশের মতো উন্নয়শীল দেশের কোন মাধ্যম জনশিক্ষার একটি প্রধান মাধ্যমে? ক) টেলিভিশন খ) রেডিও গ) সংভাদপত্র ঘ) চলচ্চিত্র সঠিক উত্তর: ১. (গ) ২. (ক) ৩. (ক) ৪. (খ) ৫. (ক) ৬. (খ) ৭. (ঘ) ৮. (গ) ৯. (খ) ১০. (ক) ১১. (গ) ১২. (খ) ১৩. (ক) ১৪. (ক) ১৫. (ক) ১৬. (খ) ১৭. (ঘ) ১৮. (ক) ১৯. (ঘ) ২০. (ক) ২১. (গ) ২২. (খ) ২৩. (খ) ২৪. (খ) ২৫. (খ) ২৬. (ক) ২৭. (ক) ২৮. (খ) ২৯. (খ) ৩০. (ঘ) ৩১. (খ) ৩২. (ক) ৩৩. (ক) ৩৪. (ক) ৩৫. (গ) ৩৬. (গ) ৩৭. (গ)
×