ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্মিথের জরিমানা

প্রকাশিত: ০৬:৪৭, ২৫ ফেব্রুয়ারি ২০১৬

স্মিথের জরিমানা

স্পোর্টস রিপোর্টার ॥ কিছুটা যেন হরিষে বিষাদ। নিউজিল্যান্ডকে ২-০তে ‘হোয়াইটওয়াশ’ করে প্রায় দুই বছর পর টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে অস্ট্রেলিয়া। এমন অনন্দঘন পরিবেশেই জরিমানা গুনতে হচ্ছে স্টিভেন স্মিথকে। ক্রাইস্টচার্চে শেষ টেস্টের চতুর্থ দিন আম্পায়ারের সঙ্গে অসৌজন্যমূলক ব্যবহার করায় অস্ট্রেলিয়ার অধিনায়ককে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সংস্থাটির মতে, কোড অব কন্ডাক্টের ২.১.৫ ধারা ভেঙ্গেছেন স্মিথ। দ্বিতীয় ইনিংসে প্রতিপক্ষ ব্যাটসম্যান কেন উইলিয়ামসনের বিপক্ষে একটি এলবিডব্লিউর আবেদন ফিল্ড আম্পায়ার কর্তৃক বাতিল হলে রিভিউ চান স্মিথ। থার্ড আম্পায়ারও ওই সিদ্ধান্ত বহাল রাখে। জায়ান্ট ক্রিনে দেখে মনে হয় বল উইলিয়ামসনের ব্যাটে লাগেনি। বোলার হ্যাজলউড গজরাতে থাকেন, তার সঙ্গে যোগ দেন অস্ট্রেলীয় ফিল্ডাররা। এক পর্যায়ে আম্পায়ারকে উদ্দেশ করে বাজে মন্তব্য করেন অধিনায়ক স্মিথ। বোলার হ্যাজলউডকেও ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। টি২০ বিশ্বকাপের টিকেট বিক্রি শুরু স্পোর্টস রিপোর্টার ॥ বুধবার দিবাগত রাত ১২টার পর থেকে টি২০ বিশ্বকাপের টিকেট বিক্রি শুরু হয়েছে। সাধারণত ছয় মাস আগে থেকে টিকেট বিক্রি হয়। তবে এবার মাত্র দুই সপ্তাহ আগে বিক্রির পেছনে আইসিসির যুক্তি, অনলাইনের মাধ্যমে প্রক্রিয়াটি নিরপেক্ষভাবে সম্পন্ন করা। গ্রুপপর্বে ভারতের চারটি ম্যাচ, সেমিফাইনাল ও ফাইনালসহ মোট সাতটি ম্যাচ ‘হাইভোল্টেজ’ হিসেবে ধরা হয়েছে। তাই এ ম্যাচগুলোতে একজন সর্বোচ্চ দুটি টিকেট কিনতে পারবেন। বাকি ম্যাচগুলোতে সর্বোচ্চ ছয়টি টিকেট কেনা যাবে। ইন্ডিয়ান বোর্ড (বিসিসিআই) এবার টিকিট বিক্রির স্বত্ব দিয়েছে ‘বুকমাইশো ডট কমকে’। প্রথম ধাপের টিকেটে থাকছে ব্যাঙ্গালুরু, চেন্নাই, ধর্মশালা, কলকাতা ও মোহালির ম্যাচগুলোয়। তবে এ তালিকায় থাকছে না পুরুষ ও নারী ভারত দলের ম্যাচসহ সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের টিকেট। শের-ই-বাংলা কাপ ফুটবল মার্চে স্পোর্টস রিপোর্টার ॥ প্রথমে ঠিক ছিল বহুল আলোচিত ফুটবল আসর ‘শের-ই-বাংলা কাপ’ অনুষ্ঠিত হবে চলতি ফেব্রুয়ারির শেষ সপ্তাহে। তবে সেই সিদ্ধান্ত বদলে গেছে। এ আসর সংক্রান্ত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আসরটি অনুষ্ঠিত হবে আগামী মার্চের দ্বিতীয় সপ্তাহে। বুধবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বোর্ডরুমে কমিটির চেয়ারম্যান হারুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় ‘শের-ই-বাংলা কাপ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০১৬’র খেলা আগামী মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হবে। এই উপলক্ষে বাইলজ কমিটির আহ্বায়ক হিসেবে বাফুফে কার্যনির্বাহী কমিটির সদস্য ফজলুর রহমান বাবুল এবং বাজেট প্রণয়ন উপ-কমিটির চেয়ারম্যান হিসেবে বাফুফের সহ-সভাপতি বাদল রায়কে মনোনয়ন করা হয়।
×