ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মালিঙ্গা গতির বিরুদ্ধে রোহানের চ্যালেঞ্জ

প্রকাশিত: ০৬:৪৭, ২৫ ফেব্রুয়ারি ২০১৬

মালিঙ্গা গতির বিরুদ্ধে রোহানের চ্যালেঞ্জ

স্পোর্টস রিপোর্টার ॥ তারচেয়েও ভাল ব্যাটসম্যান আছেন দলে। কিন্তু তবু রোহান মুস্তাফার দিকেই দৃষ্টি থাকবে আজ। কারণ প্রথমবারের মতো এশিয়া কাপ বাছাইয়ে আরব আমিরাতের হয়ে এ ওপেনার দেশের পক্ষে টি২০ ক্রিকেটের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলে নজর কাড়েন। বাছাই উতরে এশিয়া কাপের মূল পর্বে এসেছে আরব আমিরাত মূলত তার সেদিনের সেই দুর্দান্ত ইনিংসের কল্যাণেই শক্তিশালী আফগানিস্তানকে হারিয়ে দেয়ার কারণে। তবে রোহানের জন্য অপেক্ষা করছে অনেক বড় চ্যালেঞ্জ। ক্যারিয়ারে এখন পর্যন্ত বড় কোন আন্তর্জাতিক তারকা বোলারের মুখোমুখি হতে হয়নি ২৭ বছর বয়সী এ তরুণকে। এবার টি২০ ক্রিকেটের অন্যতম ভয়ঙ্কর পেসার শ্রীলঙ্কার অধিনায়ক লাসিথ মালিঙ্গার মুখোমুখি হতে হবে তাকে। মালিঙ্গা অবশ্য মাঝে বেশ কিছুদিন ইনজুরির কারণে খেলতে পারেননি। এশিয়া কাপ দিয়েই আবার ফিরছেন তিনি এ্যাকশনে। বিরতির পর ফিরে এবার শুরু থেকেই ঝড় তুলতে উন্মুখ হয়ে থাকবেন মালিঙ্গাও। এর আগেও বাংলাদেশে খেলে গেছেন রোহান। ২০১৪ টি২০ বিশ্বকাপের প্রাথমিক রাউন্ড খেলেছেন। সেবার সিলেটে তিন ম্যাচ খেলে অবশ্য খুব বেশি আলো ছড়াতে পারেননি। করতে পেরেছেন ২০, ১৩* ও ৪ রান। দলও সুপার টেন পর্বে উঠতে ব্যর্থ হয়েছিল। এবার বাংলাদেশে ব্যাট হাতে যেদিন নেমেছেন সেদিনই ঝড় তুলেছেন। এশিয়া কাপ বাছাইয়ে আমিরাতের জন্য সবচেয়ে কঠিন পরীক্ষা ছিল আফগানিস্তান। চূড়ান্ত পর্বে ওঠার জন্য এই বাধাটাই ছিল সবচেয়ে বড়। কারণ বর্তমানে বিশ্ব ক্রিকেটের উঠতি শক্তি আফগানরা। আর এ ম্যাচেই জ্বলে উঠলেন বাঁহাতি ওপেনার রোহান। মাত্র ৫০ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৭৭ রানের একটি দুর্ধর্ষ ইনিংস খেলে দলকে যে উড়ন্ত সূচনা দিলেন তাতেই ভিত গড়ে ওঠে বিশাল সংগ্রহের। দেশের পক্ষে এটিই কোন আমিরাত ব্যাটসম্যানের সর্বোচ্চ টি২০ ইনিংস। এর আগে সর্বোচ্চ ৭৬ রান করেছিলেন দলের অধিনায়ক আমজাদ জাবেদ। এ ম্যাচটির আগে পর্যন্ত রোহান মাত্র ৯টি আন্তর্জাতিক টি২০ ম্যাচ খেলেছেন। আগের ইনিংসগুলোতে খেলা তার সর্বোচ্চ সংগ্রহ ছিল ওমানের বিরুদ্ধে গত বছর ২২ নবেম্বরে করা ৪১। শেষ পর্যন্ত আফগান চ্যালেঞ্জ জয় করেছে আমিরাত। ওই ম্যাচে আবার বল হাতেও ম্যাজিক দেখিয়েছেন অনিয়মিত অফস্পিনার রোহান। ১৯ রানে নিয়েছেন ৩ উইকেট। কার্যকর একজন অলরাউন্ডার হিসেবে আমিরাতের অন্যতম নির্ভরযোগ্য ক্রিকেটার তাই রোহান।
×