ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্র্যান্ড এ্যাম্ব^াসেড ডিয়েগো ম্যারাডোনা

আইএসএলকে টপকে যাবে বিএসএল!

প্রকাশিত: ০৬:৪৬, ২৫ ফেব্রুয়ারি ২০১৬

আইএসএলকে টপকে যাবে বিএসএল!

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও সাইফ পাওয়ারটেক লিমিটেডের যৌথ আয়োজনে ফ্রাঞ্চাইজিভিত্তিক ‘বাংলাদেশ সুপার লীগে’র খেলা আগামী নবেম্বরে অনুষ্ঠিত হবে। ‘বাংলাদেশ সুপার লীগ’ আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে সারাদেশে ফুটবলের উন্মাদনা ছড়িয়ে দেয়া। আগামী ২৮ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল সাড়ে ৫টায় এই ফুটবল আসরের লোগো উন্মোচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুর ২টায় বাফুফে ভবনের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। ফ্রাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট, ফ্রাঞ্চাইজি ভিত্তিক ফুটবল- অর্থাৎ মুক্ত বাণিজ্যের যুগে খেলাধুলাকে যে যত বেশি বাণিজ্যিকীকরণ করতে পেরেছে তারাই যেন ততবেশি সফল। ফ্রাঞ্চাইজিভিত্তিক টি২০ দিয়ে উপমহাদেশ থেকে ক্রিকেটবিশ্বে এখন জনপ্রিয় একটি খেলার নাম। ভারতের আইপিএলের দেখাদেখি ফুটবলে শুরু হয়েছিল আইএসএল। তারই দেখাদেখি বাংলাদেশেও শুরু হচ্ছে বাংলাদেশ সুপার লীগ (বিএসএল)। শুধু তাই নয়, বিএসএলের ব্র্যান্ড এ্যাম্ব^াসেডর হিসেবে যেনতেন নাম নয়, খোদ ডিয়েগো ম্যারাডোনাকেই বেছে নেয়া হয়েছে! এমনকি বিসিএল চলাকালীন বাংলাদেশে অবস্থান করে এই আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর এ দেশের ফুটবলকে জনপ্রিয় করে তোলার চেষ্টা করবেন। বিসিএলের পরিকল্পনার শুরু থেকেই শোনা যাচ্ছিল ম্যারাডোনাকেই করা হতে পারে এর শুভেচ্ছাদূত। গত বছর নবেম্বর-ডিসেম্বরেই জানানো হয়েছিল বিএসএল উপলক্ষে স্পন্সর প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষরও করে ফেলেছে বাফুফে। বিএসএলের লোগো উন্মোচনের পরই ঘোষণা করা হবে কটা দল নিয়ে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট, কারা কিনছেন ফ্রাঞ্চাইজি। শুধু তাই নয়, আইএসএলকে ছাপিয়ে যাওয়ার লক্ষ্যে সাবেক কিন্তু বড় নামের পেছনে ছুটবে না বাংলাদেশ। ফুটবলার নেয়া হবে ৩০-এর কোঠার মধ্যেই। একই সঙ্গে বিএসএল হাত বাড়াচ্ছে আইএসএল-এর দিকেও। আইএসএল-এ ভাল খেলা ফ্রি ফুটবলার ও কোচদের দিকে নজর রয়েছে বাংলাদেশের নতুন এই লীগের। এবার বিএসএল-এ দাপিয়ে খেলার জন্য তৈরি বাংলাদেশের ফুটবলাররা। নিজেদের বিশ্বের দরবারে তুলে ধরার জন্য এটাই হবে তাদের সেরা মঞ্চ।
×