ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এশিয়া কাপ খেলতে ঢাকায় পাকিস্তান দল, লক্ষ্য বিশ্বকাপের আগে নিজেদের গুছিয়ে নেয়া

আফ্রিদির ভাবনায় টি২০ বিশ্বকাপ

প্রকাশিত: ০৬:৪২, ২৫ ফেব্রুয়ারি ২০১৬

আফ্রিদির ভাবনায় টি২০ বিশ্বকাপ

স্পোর্টস রিপোর্টার ॥ টানা দুটি এশিয়া কাপ দারুণ গেছে পাকিস্তান ক্রিকেট দলের। এক যুগ পর ২০১২ সালে এশিয়া কাপে মাত্র দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে তারা। আর ২০১৪ সালে খেলেছে ফাইনাল। সবদিক থেকে এশিয়া কাপের ক্ষেত্রে বাংলাদেশ ভেন্যু হিসেবে পাক ক্রিকেট দলের জন্য বেশ পয়মন্ত। এবার টি২০ বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে এশিয়ার বিশ্বকাপ বিবেচিত এ আসরটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। সে কারণে সবগুলো দলই এশিয়া কাপকে প্রস্তুতি হিসেবেই নিয়েছে। কারণ এবারই প্রথম এ টুর্নামেন্টটি টি২০ ফরমেটে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই পাক ক্রিকেট দল ঢাকায় এসে পৌঁছেছে। অধিনায়ক শহীদ আফ্রিদি জানিয়েছেন দলের মূল লক্ষ্য আসন্ন টি২০ বিশ্বকাপে ভাল করা। এর আগে এশিয়া কাপে নিজেদের ভালভাবে প্রস্তুত করার মঞ্চ হিসেবে দেখছেন তিনি। প্রায় মাসখানেক টি২০ ক্রিকেটের মধ্যেই ছিল পাক ক্রিকেটাররা। এবারই প্রথম পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি২০ আসর পাকিস্তান সুপার লীগ (পিএসএল)। সেখানে পাক ক্রিকেটাররা খেলে নিজেদের টি২০ মেজাজে মানিয়ে নিতে পেরেছেন। বিদেশী অনেক ক্রিকেটারই খেলেছেন এ আসরে। এটিকে ইতিবাচক মনে করছেন আফ্রিদি। তিনি বলেন, ‘এ ধরনের টুর্নামেন্ট হওয়া খুব জরুরী যেখানে দেশের ক্রিকেটাররা বিদেশী তারকাদের সঙ্গে খেলে নিজেদের যোগ্যতা বুঝতে পারেন। প্রতিযোগিতা করে নিজেদের ভুলগুলো শুধরে দক্ষতা বাড়াতে পারে। আমি মনে করি আগামী ২/৩ বছর এভাবে টুর্নামেন্ট করতে পারলে আমরা অনেক ভাল ক্রিকেটার পাব। উদীয়মান তরুণ ক্রিকেটার বেরিয়ে আসবে। এবারের আসরের মাধ্যমে পাক ক্রিকেটারদের জন্য অনেক উন্নতি হয়েছে।’ এবার টি২০ বিশ্বকাপ ও এশিয়া কাপ টি২০ আসরের জন্য ঘোষিত দলেও সেই ছাপটা দেখা গেছে। বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারের পাশাপাশি নতুন করে দলে ফিরেছেন বেশ কয়েকজন। তবে আফ্রিদির দৃষ্টি মূলত টি২০ বিশ্বকাপের দিকে। এর আগে এশিয়া কাপটা কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি। আফ্রিদি বলেন, ‘প্রথমে আমি দেখতে চাই বিশ্বকাপে পাকিস্তান দল কোন অবস্থান পর্যন্ত যেতে পারে। নিজের নৈপুণ্য দিয়ে আমি কতদূর পর্যন্ত দলকে নিয়ে যেতে সক্ষম সেটাই মূল বিবেচ্য বিষয় হবে। এশিয়া কাপে খেলতে পারলে সব ক্রিকেটারের জন্যই ভাল হবে। এখান থেকেই অনেকখানি পরিষ্কার হয়ে যাবে বিশ্বকাপে আমাদের কিভাবে খেলতে হবে। বিশেষ করে তরুণ যারা আছে তাদের জন্য এশিয়া কাপ খেলাটা বেশ কার্যকর ভূমিকা রাখবে।’ এবার টি২০ বিশ্বকাপ খেলেই অবসর নিয়ে ফেলবেন আফ্রিদি এমন কথা অনেক আগে থেকেই শোনা যাচ্ছে। কিন্তু সে বিষয়টা নিয়েও বিশ্বকাপে দলের এবং নিজের নৈপুণ্যটা দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি। আফ্রিদি বলেন, ‘টি২০ থেকে এখনই অবসর নেয়ার প্রয়োজন নেই। বিশ্বকাপ আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ। সত্যি বলতে আমি সেদিকেই সব মনোযোগ দিয়ে রেখেছি। আমি দেখতে চাই খেলা চালিয়ে যাওয়ার সামর্থ্য আমার আছে কিনা। বিশ্বকাপ শেষেই হয়তো এ বিষয়ে নিশ্চিত করে বলতে পারব।’ এশিয়া কাপে পাকিস্তানের প্রথম ম্যাচেই পড়তে হবে অগ্নিপরীক্ষার সামনে। শনিবার চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবার এশিয়া কাপে যাত্রা শুরু করবে পাকরা। এর আগে দু’দিন অনুশীলনের সুযোগও পাবে পাকরা।
×