ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

৭২ বছর পর...

প্রকাশিত: ০৫:৪৬, ২৫ ফেব্রুয়ারি ২০১৬

৭২ বছর পর...

এবার হারিয়ে যাওয়ার ৭২ বছর পর নিজের প্রিয় মানিব্যাগ ফেরত পেলেন ক্লারে ম্যাকিনটোস নামে এক মার্কিন নাগরিক। এটি হাতে পাওয়ার পর প্রথমে বিশ্বাসই করতে পারছিলেন না বর্তমানে ৮৫ বছর বয়সী ম্যাকিনটোস। সম্প্রতি ট্যালেন্ট ফ্যাক্টরি থিয়েটার নামে একটি কৌতুক ক্লাবের মালিক ল্যারি সেøায়ান মানিব্যাগটি ক্লাবের ময়লার স্তুপের মধ্যে দেখতে পান। হাতে নেয়ার পর প্রথমে তিনি ব্যাগটির বয়স আঁচ করতে পারেননি। চামড়া ও উন্নত প্লাস্টিক দিয়ে মোড়া ব্যাগটি খুলতেই তার চক্ষু চড়কগাছ। এতে দেখা যায় ব্যাগটির পকেটে ১৯৪৪ সালের একটি ক্যালেন্ডার। অন্য পকেটে মালিক ম্যাকিনটোসের একটি ঝাপসা ছবি ও পরিচয়পত্র। হাতে লেখা পরিচয়পত্রে মালিকের আট ডিজিটির একটি টেলিফোন নাম্বার লেখা। তারপর মালিককে ফোন। প্রকৃত মালিক ম্যাকিনটোসের পরিচয় নিশ্চিত হওয়ার পর ল্যারি সেøায়ানের প্রশ্ন, আপনি একটা মানিব্যাগ হারিয়েছেন? উত্তর না। এরপর পাল্টা প্রশ্ন আপনার বয়স যখন ১৫ বছর তখন আপনার কিছু হারিয়েছিল কিনা? এরপর উত্তর ‘হ্যাঁ’। তারপর ম্যাকিনটোস বলেন, ১৯৪৪ সালে আপনার হারিয়ে যাওয়া মানিব্যাগটি আমি পেয়েছি। আপনি চাইলে নিতে পারেন। এরপর ল্যারি সেøায়ানের সঙ্গে দেখা করে নিজের মানিব্যাগটি ফিরে পেয়ে স্মৃতি হাতরাতে শুরু করেন ম্যাকিনটোস। -ইউপিআই
×