ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ধলেশ্বরীতে শ্রমিকবাহী ট্রলার ডুবি ॥ দুই লাশ উদ্ধার, নিখোঁজ ৪

প্রকাশিত: ০৫:৪৫, ২৫ ফেব্রুয়ারি ২০১৬

ধলেশ্বরীতে শ্রমিকবাহী ট্রলার ডুবি ॥ দুই লাশ উদ্ধার, নিখোঁজ ৪

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ২৪ ফেব্রুয়ারি ॥ জেলার আলীরটেক ইউনিয়নের গোপচর এলাকায় ধলেশ^রী নদীতে বালুবাহী ট্রলারের ধাক্কায় মাটিবাহী একটি ট্রলার ডুবে গেছে। রাত সাড়ে ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে বলে বক্তাবলীর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান। তবে এখনও নিখোঁজ রয়েছে ৪ জন। লাশ উদ্ধার হওয়া এক শ্রমিকের নাম তালেব (৩০)। অন্যজনের নাম নেজার (৩৫)। হতাহতরা সবাই মাটিবাহী ট্রলারের শ্রমিক। ঘটনার পর বিকেলে নৌ-পুলিশ ও বিআইডব্লিউটিএ’র ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বুধবার দুপুরে কুমিল্লার দাউদকান্দি থেকে ট্রলারে মাটি নিয়ে ৩০ জন শ্রমিক বুড়িগঙ্গার বক্তাবলীর একটি ইটভাঁটির উদ্দেশে যাচ্ছিল। ট্রলারটি গোপচর এলাকায় মুন্সীগঞ্জগামী একটি বাল্কহেডের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটলে মাটিবাহী ট্রলারটি নদীতে ডুবে যায়। এ সময় ট্রলারটিতে থাকা শ্রমিকদের মধ্যে সকলেই তীরে উঠতে পারলেও এখনও ৪ জন নিখোঁজ থাকে। যারা নিখোঁজ হন তারা হলেন- সুজক (২৮) ও তার ভাই শফিকুল (২২), শাহীন (২৫), সুজন (২৬)। তাদের সকলের বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার গারেশ্বর গ্রামে। ফতুল্লা মডেল থানার বক্তাবলী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আবদুর রাজ্জাক জানান, দুপুরে প্রচ- ঝড় এবং বৃষ্টির সময় একটি বাল্কহেডের সঙ্গে বিপরীতগামী মাটি কাটার ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়। মুহূর্তের মধ্যে মাটিবাহী ট্রলারটি ডুবে যায়। এতে ৩০ জন শ্রমিক ছিল। তাদের মধ্যে সাঁতরে তীরে উঠতে পারলেও ছয়জন নিখোঁজ থাকে। সন্ধ্যা ৬টায় আলীরটেক গুদারাঘাট এলাকায় আউয়ালের ঘাটের সামনে থেকে একজনের লাশ ও রাত ৭টার দিকে আরও একজনের লাশ উদ্ধার করে ডুবুরি দল। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জ অফিসের উপ-সহকারী পরিচালক দিনমনি শর্মা জানান, বিকেল ৫টায় নিখোঁজদের উদ্ধারে ঢাকার ডুবুরি দল কাজ শুরু করেছেন। এছাড়া নৌ-পুলিশ ও বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
×