ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন

প্রকাশিত: ০৫:৪৫, ২৫ ফেব্রুয়ারি ২০১৬

চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ২৪ ফেব্রুয়ারি ॥ জেলার কবিরহাট উপজেলায় মোটরসাইকেল চুরির অভিযোগে রবিউল হোসেন দিদার (২০) নামের এক যুবককে বেঁধে রেখে তার ওপর অমানবিক নির্যাতন চালানো হয়েছে। ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, স্থানীয় মহিলা ইউপি সদস্য ও তার স্বামীর ইন্ধনে স্থানীয় মাদকাসক্ত বখাটেরা দিদারকে তুলে নিয়ে তার ওপর টানা ৩-৪ ঘণ্টা শারীরিক নির্যাতন চালায়। গত ২০ ফেব্রুয়ারি শনিবার রাত ১০টার দিকে উপজেলার ২নং সোন্দলপুর ইউনিয়নের মধ্যম সোন্দলপুর গ্রমে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার রবিউল হোসেন দিদার একই গ্রামের অজি উল্যাহ্র ছেলে। সে পরিবহন শ্রমিক এবং কৃষি কাজ করে। প্রায় চার দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে বর্তমানে নিজ বাড়িতে রয়েছে। বুধবার দুপুরে তার বাসায় গেলে ভুক্তভোগী দিদার অভিযোগ করেন, গত ২০ ফেব্রুয়ারি ঢাকা থেকে বাড়ি এসে পার্শ¦বর্তী বারিপুকুর পাড় নামক স্থানে মওদুদের চা দোকানের পাশে কয়েকজন মিলে ক্যারম খেলছিলেন। হঠাৎ এলাকার চিহ্নিত কয়েকজন মাদকাসক্ত বখাটে মোটরসাইকেলযোগে দোকানের সামনে এসে দাঁড়ায় এবং দিদারকে জোরপূর্ব তুলে নিয়ে যায়। পরে তাকে একই গ্রামের বুবির বাড়ির পার্শ্ববর্তী একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে তার হাত ও মুখ বেঁধে ফেলা হয়। একপর্যায়ে ৮-১০ জন চিহ্নিত বখাটে উপস্থিত হয়। পরে তারা একটি মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে দিদারকে দফায় দফায় মারধর করে। এসব বর্ণনা দিতে দিতে দিদারের গায়ে লেপটে থাকা সন্ত্রাসীদের নির্যাতনের চিহ্নও দেখান সাংবাদিকদের। এ বিষয়ে জানতে অভিযুক্ত মহিলা ইউপি সদস্য ও তার স্বামী তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন। কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বলেন, এ বিষয়ে তিনি অবহিত নন।
×