ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চাঞ্চল্যকর ড. ইউনুস হত্যা মামলা

দুই জঙ্গীর মৃত্যুদণ্ড কমে যাবজ্জীবন

প্রকাশিত: ০৫:৪২, ২৫ ফেব্রুয়ারি ২০১৬

দুই জঙ্গীর মৃত্যুদণ্ড কমে যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাবি শিক্ষক অর্থনীতিবিদ প্রফেসর ড. ইউনুস হত্যা মামলার পুনর্র্র্বিচারের রায়ে দুই জেএমবি ক্যাডারের মৃত্যুদ-ের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদ- দিয়েছে রাজশাহী দ্রুত বিচার আদালত। একই সঙ্গে তাদের ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদ-ের আদেশ দেয়া হয়েছে। বুধবার রাজশাহীর দ্রুত বিচার আদালতের বিচারক গোলাম আহমেদ খলিলুর রহমান এই রায় ঘোষণা করেন। যাবজ্জীবন কারাদ-প্রাপ্ত আসামিরা হলো সাতক্ষীরা জেলার ইটাগাছা গ্রামের আব্দুর রহমান মাস্টারের ছেলে জেএমবি ক্যাডার শফিউল্লা ওরফে আবুল কালাম এবং নওগাঁর সারকডাঙ্গা গ্রামের হাজি আব্দুস সাত্তারের ছেলে শহিদুল্লাহ ওরফে মাহবুব। রায় ঘোষণার সময় তাদের আদালতে হাজির করা হয়। রাজশাহীর দ্রুত বিচার আদালতের পিপি এন্তাজুল হক বাবু জানান, ২০০৪ সালের ২৪ ডিসেম্বর ভোরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন বিনোদপুরে ছুরিকাঘাতে হত্যা করা হয় ড. ইউনুসকে। ২০১০ সালে ২৮ জানুয়ারি এ মামলার প্রথম রায়ে শফিউল্লা ও শহিদুল্লাহকে মৃত্যুদ- দেয় রাজশাহীর দ্রুত বিচার আদালত। এ রায়ের বিরুদ্ধে দুই আসামি হাইকোর্টে আপীল করলে মৃত্যুদ-ের রায় স্থগিত করে পুনর্বিচারের আদেশ দেয়া হয়। রায়ে খুশি নন সহকর্মীরা ॥ এদিকে, পুনর্বিচারের রায়ে ন্যায়বিচার পাননি বলে মন্তব্য করেছেন নিহত অধ্যাপক ইউনুসের সহকর্মীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী বলেন, আমাদের সহকর্মীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় এর আগে দু’জনের ফাঁসির আদেশ হয়েছিল। কিন্তু মামলাটির পুনর্বিচারের রায়ে আমি মনে করি আমরা ন্যায় বিচার পাইনি। একই বিভাগের অধ্যাপক ইলিয়াছ হোসেন বলেন, ড. ইউনুসের হত্যকা-টি ছিল নির্মম এবং চাঞ্চল্যকর। এ ঘটনায় আসামিদের শনাক্ত করাও সম্ভব হয়েছিল। আদালত যদি তাদের ফাঁসির আদেশ বহাল রাখত তাহলেই আমরা খুশি হতাম।
×