ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সৌদি এয়ারের বিমানে হামলা করতে পারে হিযবুল্লাহ

প্রকাশিত: ০৫:২৩, ২৫ ফেব্রুয়ারি ২০১৬

সৌদি এয়ারের বিমানে হামলা করতে পারে হিযবুল্লাহ

আজাদ সুলায়মান ॥ সৌদি এয়ারলাইন্সের বিমানে হামলা করতে পারে লেবাননভিত্তিক জঙ্গী সংগঠন হিযবুল্লাহর সদস্যরা। দশ সদস্যের এই টিমের কয়েকজনের নামও ইতোমধ্যে প্রকাশ করেছে ঢাকাস্থ সৌদি দূতাবাসের চিঠি। এদিকে সৌদি আরবের দেয়া চিঠিতে কোথাও বাংলাদেশের নাম উল্লেখ করা হয়নি বলে জানিয়েছেন বিমান মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী। তিনি বলেছেন, বাংলাদেশ বা ঢাকার কোন কথা ওই চিঠিতে নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, গত ২৪ জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়কে ওই চিঠিতে বলা হয়, ইরানের রেভলিউশনারি গার্ডের তত্ত্বাবধানে সৌদি এয়ারলাইন্সের উড়োজাহাজ হাইজ্যাক কিংবা বোমা হামলার একটি পরিকল্পনার বিষয়ে অনেক তথ্য রয়েছে সৌদি আরবের কাছে। এ পরিকল্পনায় নাম রয়েছে হিজবুল্লাহ নামে লেবাননভিত্তিক একটি জঙ্গী সংগঠনের। ওই সংগঠনের দশ জনের একটি তালিকার তথ্য রয়েছে সৌদি আরবের কাছে। এর মধ্যে ছয়জন রয়েছেন ইয়েমেনের নাগরিক। তাদের চারজনের পরিচয়ও শনাক্ত করেছে সৌদি আরব। তারা হলেন- ১৯৯০ সালে ইয়েমেনে জন্মগ্রহণকারী মুহাম্মদ ইব্রাহিম আল-মুয়াইওয়াদ, ইয়েমেনের মাআরিব জেলার আহমাদ আল আওয়াফ বাহবাহ, আহমেদ বিন আব্দুল্লাহ আল জারমুজি ও ইসমাইল আহমেদ আল-জারমুজি। প্রশিক্ষণ দলের এক সদস্যকেও শনাক্ত করা হয়েছে। তার নাম আলি মাহের আলি, যিনি লেবাননের জঙ্গীী সংগঠন হিজবুল্লাহর সদস্য। ওই পরিকল্পনায় উড়োজাহাজ হাইজ্যাকের তত্ত্বাবধান ও পরিকল্পনার দায়িত্ব নিয়েছেন দুই ইরাকী নাগরিক। এদের একজন হলেন হাসান আলি আল মুসাভি। এদিকে সৌদি আরবের এ চিঠির পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয় গত ৩১ জানুয়ারি সৌদি এয়ারলাইন্সের উড়োজাহাজের নিরাপত্তা ব্যবস্থা জোরদারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে চিঠি দেয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ও মধ্য এশিয়া বিভাগের সহকারী সচিব এবিএম সারওয়ার-ই-আলম সরকার স্বাক্ষরিত এ চিঠিতে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটের যাত্রী ও তাদের লাগেজ জোরালোভাবে তল্লাশির অনুরোধ করা হয়। জানতে চাইলে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী জনকণ্ঠকে বলেন, সৌদি এয়ারলাইন্সের উড়োজাহাজ হাইজ্যাক বা হামলা হতে পারে, এমন আশঙ্কা জানিয়ে একটি চিঠি পাঠিয়েছে সৌদি দূতাবাস। তবে এ হামলা বাংলাদেশে হতে পারে, এমনটি বলা হয়নি চিঠিতে। এ নিয়ে বাংলাদেশকে জড়ানো মানেই দেশের ক্ষতি করা। দেশে বিনা প্রয়োজনে উত্তেজনা সৃষ্টি করা। জানা যায়, ওই চিঠিতে আরও উল্লেখ করা হয়, পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব পাওয়া ছয় ব্যক্তি তুরস্ক দিয়ে দুটি ভিন্ন ফ্লাইটে করে পূর্ব এশিয়ার উদ্দেশে রওনা হয়েছে। এ তথ্য থেকে বোঝা যায়, ওই পরিকল্পনা বাস্তবায়ন হতে পারে পূর্ব এশিয়ার কোন একটি দেশে। বিশেষ করে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনে হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে এসব তথ্যের আলোকে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটগুলোয় যাত্রী ও লাগেজের ওপর প্রযোজ্য তল্লাশি ব্যবস্থা জোরদার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিতে অনুরোধ করা হয়। এ বিষয়ে বুধবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম একটি বেসরকারী টেলিভিশনকে দেয়া সাক্ষাতকারে বলেছেন, সৌদি আরবের ওই আশঙ্কায় বাংলাদেশ সম্পর্কে কোন তথ্য নেই। তবে গোটা বিশ্বজুড়েই সৌদিয়া এয়ারলাইন্স তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানিয়েছে। বাংলাদেশেও যেহেতু তাদের বিমান আসে, সেজন্য তারা সতর্কতামূলক ব্যবস্থার অনুরোধ জানিয়েছে। উল্লেখ্য, সম্প্রতি বিমানবন্দরের নিরাপত্তার বিষয়ে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের উদ্বেগের পর এ বিষয়ে বেশকিছু পদক্ষেপ নেয় সরকার। ইতোমধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তায় যৌথবাহিনী মোতায়েনসহ বিভিন্ন পর্যায়ে জনবল বাড়ানো হয়েছে। এছাড়া এভিয়েশন সিকিউরিটি ফোর্স নামে একটি বিশেষায়িত বাহিনীও গড়ে তোলা হয়েছে। বিমান বাহিনী, পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে এ বাহিনী গঠন করা হয়েছে। আরও বেশ কিছু পদক্ষেপ নেয়া হবে শীঘ্রই। ওই আশঙ্কার পর সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটে যাত্রী ও লাগেজ পর্যাপ্ত তল্লাশি করা হচ্ছে। বতর্মানে শাহজালাল থেকে সপ্তাহে বিভিন্ন গন্তব্যে সৌদি এয়ারলাইন্সের কমপক্ষে ১৮টি ফ্লাইট পরিচালিত হয়। বেশিরভাগের গন্তব্য সৌদি আরব ও মধ্যপ্রাচ্য। জানা যায়, সৌদি আরব ও ইরানের মধ্যে বৈরিতা চরমে পৌঁছেছে। সৌদি আরবে একজন শিয়া নেতার মৃত্যুদ- কার্যকর করার পর তেহরানে সৌদি দূতাবাসে অগ্নিসংযোগ করা হয়। এর পাল্টা ব্যবস্থা হিসেবে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব। এমন অস্থির পরিস্থিতির মধ্যেই সৌদি আরবের পক্ষ থেকে ইরানের রেভ্যুলেশনারি গার্ডের প্রতি ইঙ্গিত করে সৌদি বিমান ছিনতাইয়ের আশঙ্কা ব্যক্ত করা হয় বলে জানিয়েছেন সৌদি এয়ারলাইন্সের একজন কর্মকর্তা।
×