ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘বাংলাদেশে কম্পিউটার নির্ভর চাকরির হার বাড়ছে’

প্রকাশিত: ০৪:৫০, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

‘বাংলাদেশে কম্পিউটার নির্ভর চাকরির হার বাড়ছে’

স্টাফ রিপোর্টার ॥ এনজিও বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত মহাপরিচালক কে. এম আব্দুস সালাম বলেছেন, প্রযুক্তি আধুনিক থেকে আধুনিকতর হচ্ছে। বর্তমান সময়ে প্রযুক্তির প্রতিযোগিতা একধরনের চ্যালেঞ্জ। যুক্তরাষ্ট্রে ৭১ শতাংশ চাকরি কম্পিউটার নির্ভর। বাংলাদেশেও এর হার বাড়ছে। সরকার ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করেছে—তবে এটা শুধু ভিশন থাকলে হবে না, একে কর্মসূচি হিসেবে গ্রহণ করে বাস্তবায়ন করতে হবে। বুধবার রাজধানীর বারিধারা ডিওএইচএস কনভেনশন সেন্টারে পল্লী লাইফ ডেভেলপমেন্ট সোসাইটি (পিএলডিএস) এর ‘সিএসএস লাইফ প্রজেক্ট’ এর প্রেজেন্টেশন অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, কম্পিউটার শিক্ষার পাশাপাশি ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধি করতে হবে। দেশের বেকারত্ব দূর করার লক্ষ্যে প্রযুক্তির প্রশিক্ষণের পাশাপাশি কর্মসংস্থান ভিত্তিক নেটওয়ার্ক সৃষ্টির আহ্বান জানান কে. এম আব্দুস সালাম। পিএলডিএস এর কান্ট্রি ডিরেক্টর ফাতেহিন এম রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন এসডাব্লিউওটি সিস্টেম লিমিটেড এর সিটিও মো. তালহা ইবনে আলাউদ্দিন।
×