ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পায়রা বন্দর প্রকল্প আইন (২০১৬) পাস

প্রকাশিত: ০৪:৩৫, ২৫ ফেব্রুয়ারি ২০১৬

পায়রা বন্দর প্রকল্প আইন (২০১৬) পাস

সংসদ রিপোর্টার ॥ পায়রা বন্দর প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ভূমি অধিগ্রহণের জন্য প্রয়োজনীয় বিধান প্রণয়নে পায়রা বন্দর প্রকল্প (ভূমি অধিগ্রহণ) আইন-২০১৬ জাতীয় সংসদে পাস করা হয়েছে। বিলে ক্ষতিগ্রস্তদের হাতে ক্ষতিপূরণের অর্থ ৬০ দিনের মধ্যে ইউনিয়ন পরিষদ বা ওয়ার্ড কমিশনার অফিসে প্রকাশ্যে তুলে দেয়ার বিধান রাখা হয়েছে। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বুধবার জাতীয় সংসদ অধিবেশনে বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ। পরে কণ্ঠভোটে তা পাস হয়। এর আগে বিলটির ওপর বিরোধীদলীয় সদস্যদের আনা জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়। বিসিআইসিতে নিয়োগ বিষয়ে তথ্য- বিসিআইসিতে জনবল নিয়োগের ধারাবাহিকতায় গত ২০১৪ সালের ২১ এপ্রিল পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে সহকারী ব্যবস্থাপক (বন), মেডিক্যাল অফিসার, সহকারী প্রোগ্রামার, সহকারী প্রকৌশলী (কেমিক্যাল), সহকারী ব্যবস্থাপক (মেকানিক্যাল) এবং সহকারী ব্যবস্থাপক (বিদ্যুত) পদে মোট ৭২ (বাহাত্তর) জন প্রার্থীকে নিয়োগের জন্য চূড়ান্তভাবে নির্বাচন করা হয়। এদের মধ্যে ৪৮ (আটচল্লিশ) প্রার্থীকে নিয়োগপত্র প্রদান করা হয়েছে। বাকিদের সনদপত্র যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক যাচাই শেষে নিয়োগপত্র প্রদান করা হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য বিসিআইসির ওয়েবসাইট িি.িনপরপ.মড়া.নফ এ প্রকাশ করা হয়েছে। -বিজ্ঞপ্তি ইনফ্যান্ট্রি রেজিমেন্টর ‘কর্নেল অব দি রেজিমেন্ট’ হিসেবে অভিষিক্ত হলেন সেনাপ্রধান রাজশাহী সেনানিবাসের বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে (বিআইআরসি) বুধবার এক অনুষ্ঠানে ‘রেজিমেন্ট অব দি মিলেনিয়াম’ খ্যাত বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টে (বীর) ‘৪র্থ কর্নেল অব দি রেজিমেন্ট’ হিসেবে সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক অভিষিক্ত হন। সেনাবাহিনী প্রধান অনুষ্ঠানস্থলে পৌঁছলে ইনফ্যান্ট্রি রেজিমেন্টের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। -আইএসপিআর।
×