ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জঙ্গীবাদের বিরুদ্ধে পুলিশকে সতর্ক থাকতে হবে ॥ আইজি

প্রকাশিত: ০৪:৩৪, ২৫ ফেব্রুয়ারি ২০১৬

জঙ্গীবাদের বিরুদ্ধে পুলিশকে সতর্ক থাকতে হবে ॥ আইজি

স্টাফ রিপোর্টার ॥ জঙ্গীবাদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর উদ্যোগের কারণে জঙ্গীবাদ এখনও নিয়ন্ত্রণে রয়েছে। জঙ্গীবাদের বিরুদ্ধে পুলিশকে সব সময় বিশেষভাবে সতর্ক থাকতে হবে। কমিউনিটি পুলিশের মাধ্যমে সমাজের সকলস্তরের মানুষকে নিয়ে জঙ্গীবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বুধবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ত্রৈমাসিক বিশেষ অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ মহাপরিদর্শক একেএম শহীদুল হক এসব কথা বলেন। সভায় সকল পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, পুলিশ সুপার, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান এবং পুলিশ হেডকোয়ার্টার্সের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশ প্রধান আরও বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য অপরাধ নিয়ন্ত্রণের জন্য মাঠ পর্যায়ের সকল কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে। জনগণ তথা কমিউনিটি পুলিশকে সঙ্গে নিয়ে গোপন তথ্য সংগ্রহ, ঝুঁকি পর্যালোচনা, প্রতিকারের সব ধরনের ব্যবস্থা, নির্বাচনকে সামনে রেখে কেউ যাতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ভয় দেখাতে না পারে, খুন, গুম না করতে পারে, কেউ যাতে কোন কেন্দ্র দখল না করতে পারে, ভয়ভীতি দেখাতে না পারে, কেউ যেন কোনভাবেই নির্বাচনী পরিবেশ অশান্ত করতে না পারে তা পুলিশকে নিশ্চিত করতে হবে। ভোটকেন্দ্রে গোলযোগকারীদের বিরুদ্ধে মামলা করতে হবে। তাদের প্রার্থিতা বাতিলের জন্য রিপোর্ট দিতে হবে। পুলিশ প্রধান সারাদেশে মাদক নির্মূল কমিটি গঠনের জন্য সকল পুলিশ কর্মকর্তাকে পরামর্শ দিয়েছেন। শিলাহত পাখি রাজধানীতে এ মৌসুমের প্রথম বৃষ্টিপাত হয়েছে বুধবার। প্রচণ্ড ঝড়োহাওয়ার সঙ্গে পড়ে শীলও। মানুষ ও পশুপাখি সবাই যে যার মতো আশ্রয় নিয়েছে। সবুজ সুঁইচোরা ছোট্ট সুন্দর পাখিটিও প্রকৃতির আচমকা ভয়াবহ আচরণে ভীত হয়ে পড়েছে। শাহবাগ এলাকা থেকে শিলাহত পাখিটির ছবি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×