ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:২৯, ২৫ ফেব্রুয়ারি ২০১৬

টুকরো খবর

সুন্দরগঞ্জে যুবলীগ সভাপতি বহিষ্কার নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২৪ ফেব্রুয়ারি ॥ দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে সুন্দরগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদকে বহিষ্কার করা হয়েছে। বুধবার আওয়ামী যুবলীগ গাইবান্ধা জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন ও সাধারণ সম্পাদক এমারুল ইসলাম সাবিন স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য জানা গেছে। অস্ত্রসহ শিবির নেতা আটক নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ২৪ ফেব্রুয়ারি ॥ ঝিনাইদহ সদর উপজেলা শিবির সভাপতি জহুরুল ইসলামকে পিস্তলসহ গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ঝিনাইদহ শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বুধবার ভোরে ১টি পিস্তল উদ্ধার করা হয়েছে। জহুরুল ইসলাম সদর উপজেলার হরিপুর গ্রামের মোক্তার হোসেনের ছেলে। পানিতে ডুবে শিশু নিহত নিজস্ব সংবাদদাতা, সীতাকু- (চট্টগ্রাম) ২৪ ফেব্রুয়ারি ॥ সীতাকু-ে পুকুরে ডুবে জিহার (৫)নামে এক কন্যা শিশু নিহত হয়েছে। বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পশ্চিম পাশে পুনর্বাসন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু পুনর্বাসন এলাকার বদিউল আলমের কন্যা। মংলায় পরিচ্ছন্নতা অভিযান নিজস্ব সংবাদদাতা মংলা, ২৪ ফেব্রুয়ারি ॥ মংলা পৌরসভাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে রাস্তায় নামলেন মেয়র জুলফিকার আলী। এ সময় তিনি শহরের রাস্তার পাশে ফেলে রাখা ময়লা আবর্জনা নিজ হাতে পরিষ্কার করে ডাস্টবিনে ফেলেন এবং জনগণের মাঝে লিফলেট বিতরণ করেন। বেলা সাড়ে ১১টা থেকে শুরু হওয়া এ সচেতনতামূলক কার্যক্রমে প্রথমে শহরে তেমন আগ্রহ দেখা না দিলেও ধীরে ধীরে সাধারণ মানুষও যোগ দেন। মুহূর্তে ব্যাপারটি মানুষের মাঝে চাঞ্চল্যেরও সৃষ্টি করে। এর আগে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করে। র‌্যালি শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে মেয়র জুলফিকার আলী ২৪ ফেব্রুয়ারিকে ক্লিন-ডে পালনের ঘোষণা দেন। ফিজিওথেরাপি ক্যাম্প নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ২৪ ফেব্রুয়ারি ॥ মির্জাপুরে প্রতিবন্ধীদের বিনামূল্যে দুই দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা দেয়া হচ্ছে। মোবাইল রিহেবিলিটেশন ভ্যানের মাধ্যমে অত্যাধুনিক যন্ত্রপাতি ও দক্ষ থেরাপিস্ট দ্বারা প্রতিবন্ধীদের এই চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা গেছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে এ চিকিৎসা সেবা ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুম আহমেদ। গোপালগঞ্জে বিক্ষোভ নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ২৪ ফেব্রুয়ারি ॥ জেলা মোটর-শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বাসুর হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ, মানব-বন্ধন ও সমাবেশ করেছে জেলা মোটর-শ্রমিক ইউনিয়ন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বাসুর পরিবারসহ কুয়াডাঙ্গা, পুলিশ-লাইন, হরিদাসপুর, ফকিরকান্দি ও মৌলভীপাড়া এলাকার দু’সহস্রাধিক নারী-পুরুষ প্রেসক্লাবের সম্মুখে এসে বাসু হত্যাকা-ের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এরপর বঙ্গবন্ধু সড়কের দু’পাশে দাঁড়িয়ে তারা মানববন্ধন কর্মসূচী পালন করে। এ সময় ওমর মোল্লা, ছাত্তার মোল্লা, আনিসুর রহমান সুজন, জাসু শেখ, ইকবাল শেখ, বাসুর স্ত্রী বিলকিস বেগম ও মেয়ে মুনীয়াসহ অনেকে বক্তব্য রাখেন। পরীক্ষায় প্রক্সি ॥ ছাত্রের জেল স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে নীলফামারী সরকারী মহিলা কলেজ কেন্দ্রে আটক হয়েছে রাশেদ নামের এক বিএ ক্লাসের ছাত্র। তাকে মঙ্গলবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়েছে। সে দিনাজপুর জেলার খানসামা উপজেলার ভেরভেরী গ্রামের আব্দুস সালেহের ছেলে।
×