ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় নিহত ১১

প্রকাশিত: ০৪:২৭, ২৫ ফেব্রুয়ারি ২০১৬

সড়ক দুর্ঘটনায় নিহত ১১

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইলে তিন যাত্রী নিহত হয়েছেন। এছাড়া চট্টগ্রামে একযাত্রী, সিলেটে স্কুল ছাত্রী, বাগেরহাটে ছাত্র, নওগাঁয় বৃদ্ধ ও শিশু, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গায় দুই চালক এবং সাভারে এক নারী নিহত হয়েছেন। মানিকগঞ্জ ও বরিশালে আহত হয়েছেন ২১ জন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। টাঙ্গাইল ॥ জোগারচরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। আর এ দুর্ঘটনায় ৫ জন আহত হয়েছে। বুধবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটেছে। চট্টগ্রাম ॥ মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় এক জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩ জন। মঙ্গলবার রাতে মীরসরাইয়ের বিএসআরএম কারখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বড়দারোগারহাটগামী একটি হিউম্যান হলারকে পিছন থেকে লরি ধাক্কা দেয়। সিলেট ॥ বুধবার সকালে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার লালাবাজার এলাকায় যাত্রীবাহী এক বাসের ধাক্কায় আসমা বেগম (১৫) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। বাগেরহাট ॥ বুধবার সড়ক দুর্ঘটনায় অর্ঘ কবিরাজ (২৪) নামে এক তরুণ নিহত হয়েছে। চালনার তিলডাঙ্গায় কালিপুজা শেষে বাড়ি ফেরার পথে খুলনা-মংলা মহাসড়কের বাগেরহাটের সুখদাড়ায় বৃষ্টিতে মোটরসাইকেলের চাকা পিছলে গেলে গাছের সঙ্গে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। নওগাঁ ॥ বুধবার সকালে পতœীতলায় ট্রাকের ধাক্কায় একই পরিবারের শিশুসহ ৪ জন হতাহত হয়েছে। এদের মধ্যে হাজি বশির মোল্লা (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এদিকে মান্দায় ব্যাটারিচালিত অটোরিক্সার চাকা ব্রাস্ট হয়ে সেজুতি রানী (৮) নামে এক শিশু নিহত হয়েছে। ঝিনাইদহ ॥ শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় আলামিন (৩০) নামে এক আলমসাধু চালক নিহত হয়েছে। বুধবার সকালে শৈলকুপার কাতলামারী-বুরুলিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। চুয়াডাঙ্গা ॥ জীবননগর উপজেলার হাসাদহ বাজারে যাত্রীবাহী বাসের ধাক্কায় আব্দুল খালেক (৩২) নামে এক করিমন চালক নিহত হয়েছেন। নিহত খালেক ঝিনাইদহের মহেশপুর উপজেলার বকুন্ডিয়া গ্রামের জয়নাল ম-লের ছেলে। বুধবার দুপুর ১২টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। সাভার ॥ যাত্রীবাহী বাস চাপায় অজ্ঞাত এক নারী নিহত হয়েছে। বুধবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার মডেল থানাধীন বলিয়ারপুর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। মানিকগঞ্জ ॥ সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গি এলাকায় সেনাবাহিনীর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকসহ ৬ সেনাসদস্য আহত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। বরিশাল ॥ ঢাকা-বরিশাল মহাসড়কের নগরীর কাশিপুরের সুরভী পেট্রোল পাম্পের সামনে বুধবার সকালে দুটি যাত্রীবাহী লোকাল বাসের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।
×