ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বৈদ্যুতিক খুঁটির চাপায় শ্রমিক নিহত

প্রকাশিত: ০৪:২৫, ২৫ ফেব্রুয়ারি ২০১৬

বৈদ্যুতিক খুঁটির চাপায় শ্রমিক নিহত

নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা, ২৪ ফেব্রুয়ারি ॥ জীবননগর উপজেলার দেহাটিতে কনটেক কনস্ট্রাকশন লিমিটেড নামে একটি বৈদ্যুতিক খুঁটির কারখানায় দুর্ঘটনায় মনিরুল ইসলাম (৪০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। বুধবার ভোরে খুঁটি সরানোর সময় চাপা পড়ে ওই দুর্ঘটনা ঘটে। নিহত মনিরুল একই উপজেলার কাশিপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে। সহকর্মী শ্রমিকরা জানান, বুধবার ভোরে কারখানায় ক্রেনে করে বৈদ্যুতিক খুঁটি স্থানান্তর করা হচ্ছিল। ওই সময় অনবধানবশত একটি খুঁটি মনিরুলের ঘাড়ের ওপর পড়লে তিনি গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া আটটায় মারা যান মনিরুল। চুয়াডাঙ্গায় ধাওয়া পাল্টাধাওয়া ॥ ১৫ ককটেল বিস্ফোরণ নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা, ২৪ ফেব্রুয়ারি ॥ শহরের সাতগাড়িতে পূর্ব বিরোধের জেরে দু’গ্রুপের ধাওয়া পাল্টাধাওয়া ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষ ১৫টি ককটেল বিস্ফোরণ ঘটায়। ভাংচুর করা হয়েছে কয়েকটি বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও অফিস। মঙ্গলবার রাত ১০টা দিকে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনায় আহত হয়েছে ২ জন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার রাত ১০টার দিকে পৌর এলাকাধীন সাতগাড়িতে ছাত্রলীগ নেতা খালিদ গ্রুপের লোকজন পৌর মেয়র জিপু গ্রুপের সজলকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া ও সশস্ত্র মহড়া শুরু হয়। ২ ঘণ্টাব্যাপী ধাওয়া পাল্টাধাওয়া চলার সময় ১৫টি ককটেলের বিস্ফোরণ ঘটে। ভাংচুর করা হয় ৬টি বাড়ি, ২টি ব্যবস্য প্রতিষ্ঠান ও ছাত্রলীগের অফিস। পরে পুলিশ অভিযান চালিয়ে আব্দুর রহমান, বরকত আলী ও সুমন নামের তিনজনকে আটক করে। কুমিল্লায় অপহরণ মামলার আসামি অস্ত্রসহ গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২৪ ফেব্রুয়ারি ॥ কুমিল্লা সদর হাসপাতালের ওয়ার্ড মাস্টার নজরুল ইসলাম অপহরণ ও ৪ লাখ টাকা মুক্তিপণ আদায়ের ঘটনায় মিজানুর রহমান নামে এক অপহরণকারীকে বিদেশী রিভলবারসহ গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে বুড়িচং উপজেলার ইছাপুরা এলাকা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। জানা যায়, গত ১৫ জানুয়ারি নজরুল ইসলামকে (৩৯) একটি মাইক্রোবাসে তুলে তার হাত-পা ও চোখ বেঁধে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে বুড়িচং উপজেলার গোবিন্দপুর গ্রামের একটি বাড়িতে নিয়ে আটকে রেখে রাতভর তার ওপর অমানবিক নির্যাতন চালায় অপহরণকারীরা। এ সময় আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য সামনে রেখে অপহরণকারীরা নজরুলের ছবি তুলে তা ইন্টারনেটে প্রচার ও প্রশাসনের নিকট সরবরাহসহ হত্যার হুমকি দিয়ে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। একপর্যায়ে অপহরণকারীরা মোবাইল ফোনে অপহৃত নজরুলের স্ত্রীর সঙ্গে যোগাযোগ করে এবং তার নিকট থেকে মুক্তিপণ বাবদ ১৪টি বিকাশ নম্বরের মাধ্যমে ৪ লাখ টাকা আদায় করে পরদিন তাকে ছেড়ে দেয়। এ বিষয়ে নজরুল বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। মঙ্গলবার গভীর রাতে বুড়িচং উপজেলার ইছাপুরা এলাকায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে মামলার অন্যতম আসামি বুড়িচং উপজেলার খোদাইতলী গ্রামের মৃত লোকমান খানের ছেলে মিজানুর রহমানকে দুই রাউন্ড গুলিভর্তি একটি বিদেশী রিভলবারসহ গ্রেফতার করে। এ ঘটনায় এর আগে গত ৪ ফেব্রুয়ারি ডিবি পুলিশ হেদায়েত উল্লাহ সাগর নামের এক অপহরণকারীকে অস্ত্রসহ গ্রেফতার করেছিল। প্রতিবন্ধী যুবক নিখোঁজ দেড় মাস নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ২৪ ফেব্রুয়ারি ॥ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী এক যুবক গত দেড় মাস ধরে রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছে। তার নাম রমজান আলী (২০)। সে কালীগঞ্জ পৌর এলাকার বালিগাঁও গ্রামের কামরুজ্জামানের ছেলে। রমজানের বৃদ্ধ মা মোখলেছা বেগম জানান, গত ৩ জানুয়ারি সকালে কালীগঞ্জ বাজারের উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। তার আত্মীয়স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এ পর্যন্ত দরিদ্র পরিবারের সন্তান রমজানের কোন সন্ধান পায়নি। এ ব্যাপারে রমজানের মা গত ২৩ জানুয়ারি কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। আনুমানিক ৫ ফুট ৩ ইঞ্চি উচ্চতার রমজানের গায়ের রং শ্যামলা ও মুখম-ল গোলাকার। সন্ধানদাতাদের ০১৭৩৩৭৩৩৬৮ ও ০১৭২৬৯৫৩১৮৫ নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
×