ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে ব্যাটারিচালিত রিক্সা চলাচল বন্ধের শুরুতেই হোঁচট

প্রকাশিত: ০৪:২৫, ২৫ ফেব্রুয়ারি ২০১৬

রাজশাহীতে ব্যাটারিচালিত রিক্সা চলাচল বন্ধের শুরুতেই হোঁচট

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী নগরীর যানজট নিরসনে ব্যাটারিচালিত রিক্সা বন্ধের জন্য অভিযানের শুরুতেই হেঁঁাঁচট খেল রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার সকাল থেকে নগরীতে ব্যাটারিচালিত রিক্সা বন্ধের অভিযানে নামে পুলিশ। বিভিন্ন পয়েন্টে একযোগে বেশকিছু রিক্সাও আটক করা হয়। এর পরপরই বিক্ষোভ শুরু করে ব্যাটারিচালিত রিক্সা মালিক শ্রমিকরা। নগরীর সাহেববাজার এলাকায় এ অভিযান চলাকালে রাস্তা অবরোধ করে শ্রমিকরা। অবশেষে শ্রমিকদের বিক্ষোভের মুখে আপাতত বন্ধ রাখা হয় অভিযান। জানা যায়, নগরীর যানজট কমাতে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ ব্যাটারিচালিত রিক্সা চলাচল বন্ধের উদ্যোগ নেয়। বুধবার বেলা ১০টার পর থেকে এ অভিযান পরিচালনা করা হবে বলে ঘোষণাও দিয়েছিল তারা। সেই ঘোষণা অনুযায়ী ব্যাটারিচালিত রিক্সা বন্ধের জন্য মাঠে নামে রাসিক। সকাল থেকে নগরীর গুরুত্বপূর্ণ কয়েক মোড়ে অটোরিক্সা আটক করে ব্যাটারি খুলে নেয়া হয়। এদিকে অভিযান শুরু হওয়ার পর থেকে নগরীর বিভিন্ন জায়গা থেকে প্রচুর রিক্সার ব্যাটারি জব্দ করা হয়। দুপুর ১২টার দিকে নগরীর সাহেব বাজার কুমারপাড়া এলাকায় ব্যাটারি চালিত রিক্সামালিক শ্রমিক লীগ অফিসের সামনে চালক ও মালিকরা জড়ো হতে থাকে। এক সময় তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু হয়। এ ঘটনায় ব্যস্ততম ওই এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। প্রথমে পুলিশ গিয়ে পরিস্থিত নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে সংগঠনের নেতৃবৃন্দ সড়ক থেকে না সরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বক্ষোভ বাড়লে দুপুরে রাসিকের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম-উল-আযমের সঙ্গে আলোচনায় বসে ব্যাটারিচালিত রিক্সা মালিক শ্রমিক লীগের নেতারা। তবে শেষ সংবাদ পাওয়া পর্যন্ত কোন ধরনের সিদ্ধান্ত ছাড়াই আলোচনা শেষ হয়েছে। আপাতত অভিযান বন্ধ আছে। চট্টগ্রামে মাদক বিক্রেতার হামলা ॥ ৫ পুলিশ আহত স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর হালিশহর থানায় রঙ্গীপাড়া এলাকায় মাদক বিক্রেতা ধরতে গিয়ে আক্রান্ত হয়েছে পুলিশ। মাদক বিক্রেতা ও সহযোগীদের হামলায় আহত হয়েছেন ৫ পুলিশ সদস্যও। গত মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ সেখান থেকে দুইজনকে গ্রেফতার করেছে। হালিশহর থানার ওসি প্রণব চৌধুরী জানান, রঙ্গীপাড়া বস্তিতে রাতে পুলিশ অভিযান চালায় সোহেল নামের এক মাদক বিক্রেতাকে ধরতে। তার বিরুদ্ধে মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। পুলিশের একটি টিম রঙ্গীপাড়া বস্তিতে গেলে মাদক সোহেল ও তার পিতা জাহাঙ্গীর আলম এবং সহযোগীরা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষও হয়। এতে আহত হন পুলিশের ৫ সদস্য। পরে এ ঘটনায় ওই পিতা-পুত্রকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, আহত ৫ পুলিশ সদস্য হলেন এসআই মিজানুর রহমান, এসআই হিমেল রায়, এসআই নুর আফসার, এসআই জাকির হোসেন ও এসআই শফিক। মাদক উদ্ধার চট্টগ্রামের আনোয়ারা উপজেলার গহিরা দোভাষী এলাকায় পরিচালিত কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে এ অভিযান পরিচালিত হয়। কোস্টগার্ড পূর্বজোনের লে. কমান্ডার শেখ ফখর উদ্দিন জানান, কোস্টগার্ডের অভিযান আচ করতে পেরে মাদক চোরাচালানীরা সটকে পড়ে। সেখানে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ৭শ’ বোতল বিদেশী মদ ও বিয়ার। আটক এ মাদকদ্রব্যের মূল্য প্রায় সাড়ে ১৪ লাখ টাকা।
×