ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

একীভূত হচ্ছে ইউরোপের দুই বড় পুঁজিবাজার

প্রকাশিত: ০৪:১৯, ২৫ ফেব্রুয়ারি ২০১৬

একীভূত হচ্ছে ইউরোপের দুই বড় পুঁজিবাজার

ইউরোপের দুই বড় পুঁজিবাজার লন্ডন স্টক এক্সচেঞ্জ ও জার্মানির ডাচেস বোয়ের্সে একীভূত হতে যাচ্ছে। মার্জ (একীভূত) হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে লন্ডন স্টক এক্সচেঞ্জ। বিবিসি এক খবরে জানিয়েছে, জার্মান কোম্পানির সঙ্গে একীভূত হতে বিস্তারিত আলোচনা করছে লন্ডনের পুঁজিবাজার। কোম্পানির পক্ষ থেকে এ খবর জানানোর পর লন্ডনের স্টক এক্সচেঞ্জের শেয়ারদর ১৭ শতাংশ বেড়ে যায়। উভয় কোম্পানি জানিয়েছে, মার্জারের পরও বর্তমানে নামেই তাদের মূল ব্যবসা চালিয়ে যাবে। তৃতীয়বারের চেষ্টায় সফল হতে যাচ্ছে কোম্পানি দুটির মার্জার। এর আগে ২০০০ সালে, ২০০৪-০৫ সালে একীভূত হওয়ার চেষ্টা করে এ দুই কোম্পানি। ডাচেস বুয়ের্সের শেয়ারদরও এদিন ৭ শতাংশ বেড়েছে। -অর্থনৈতিক রিপোর্টার শেয়ার বেচবেন বঙ্গজের ২ পরিচালক শেয়ার বেচবেন বঙ্গজের পরিচালক। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বঙ্গজের ২ জন পরিচালক শেয়ার বেচার ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসই সূত্র জানায়, মাহমুদা হক নামের একজন পরিচালক ২৩ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। তার কাছে কোম্পানির মোট ৬৩ হাজার ১৩৬টি শেয়ার রয়েছে। অপর পরিচালক মাহফুজা হক ২০ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। তার কাছে কোম্পানির মোট ২৮ হাজার ৬৩৬টি শেয়ার রয়েছে। উভয়ে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে শেয়ারগুলো বেচতে পারবেন। -অর্থনৈতিক রিপোর্টার
×