ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডিএসইতে মূল্যসূচক ও লেনদেন কমেছে

প্রকাশিত: ০৪:১৯, ২৫ ফেব্রুয়ারি ২০১৬

ডিএসইতে মূল্যসূচক ও লেনদেন কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচক ও লেনদেনের পরিমাণ কমেছে। এ দিন অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) মূল্যসূচকের পতন হয়েছে। তবে সিএসইতে লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য পাওয়া গেছে। বুধবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ১৮.৮১ পয়েন্ট। যাতে দিন শেষে গিয়ে দাঁড়িয়েছে ৪৫৭৯.৫৩ পয়েন্টে। মঙ্গলবার ডিএসইতে মূল্যসূচক বেড়েছিল ২০.৭৩ পয়েন্ট। এদিকে বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪৮৫ কোটি ১৫ লাখ টাকা, যা মঙ্গলবারে হয়েছিল ৫৭১ কোটি ২৪ লাখ টাকার। অর্থাৎ মঙ্গলবারের তুলনায় বুধবার ডিএসইতে লেনদেন কমেছে ৮৬ কোটি ৯ লাখ টাকা। ডিএসইতে লেনদেন হওয়া ৩২২টি ইস্যুর মধ্যে বুধবার দর বেড়েছে ১১০টির, কমেছে ১৬০টির ও অপরিবর্তিত রয়েছে ৫২টির দর। লেনদেনের শীর্ষে উঠে এসেছে বিএসআরএম লিমিটেড। এ দিন কোম্পানিটির ২৮ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা লঙ্কাবাংলা ফাইন্যান্সের লেনদেন হয়েছে ২২ কোটি ২৯ লাখ টাকা। ১৮ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। লেনদেনে এরপর রয়েছে যথাক্রমে লাফার্জ সুরমা সিমেন্ট, ইফাদ অটোস, স্কয়ার ফার্মা, সিএমসি কামাল, ইউনাইটেড পাওয়ার, সিঙ্গারবিডি, ওয়ান ব্যাংক। এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৫২ কোটি ৭৯ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৩৯ কোটি ২৯ লাখ টাকা শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে শেয়ার লেনদেন বেড়েছে ১৩ কোটি ৫০ লাখ টাকা। বুধবার সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ৩৫ দশমিক ৫১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৮ হাজার ৬১৬ পয়েন্টে। সিএএসপিআই সূচক ৫৯ দশমিক ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৭৬ পয়েন্টে। আর সিএসই-৫০ সূচক ১ দশমিক ৫৮ পয়েন্টে কমে অবস্থান করছে ১ হাজার ৩৩ পয়েন্টে। তবে সিএসই-৩০ সূচক ১৮ দশমিক ২৯ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১২ হাজার ৮২১ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৮৬টির, কমেছে ১২৪টির এবং দাম পরিবর্তন হয়নি ৩১টি কোম্পানির শেয়ার দর। টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বেক্স ফার্মা, ইউসিবিএল, লাফার্জ সুরমা সিমেন্ট, লংকা বাংলা ফিন্যান্স, কেডিএস এক্সসেসোরিজ, আল আরাফা ব্যাংক, ওয়ান ব্যাংক, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, ইউনাইটেড পাওয়ার এবং সিঙ্গার বাংলাদেশ।
×