ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আলোচনা সভায় শিল্পমন্ত্রী

পুঁজিবাজার উন্নয়নে অংশীদারদের সঙ্গে কাজ করছে সরকার

প্রকাশিত: ০৪:১৮, ২৫ ফেব্রুয়ারি ২০১৬

পুঁজিবাজার উন্নয়নে অংশীদারদের সঙ্গে কাজ করছে সরকার

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজার উন্নয়নে সরকার উন্নয়ন অংশীদারদের সঙ্গে যৌথভাবে কাজ করছে জানিয়ে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, পুঁজিবাজার অনেক আগেই ডি-মিউচ্যুয়ালাইজড করা হয়েছে। এটি শেয়ার ক্রয়-বিক্রয়ে অধিকতর পেশাগত উৎকর্ষতা নিশ্চিত করেছে। বুধবার রাজধানীর একটি হোটেলে এ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফাইড এ্যাকাউন্ট্যান্টস আয়োজিত ‘বাংলাদেশের শিল্পখাতের উন্নয়ন এবং আর্থিক পেশাজীবীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ব্যাংকিং সেক্টরে আমরা সংস্কার প্রক্রিয়া অব্যাহত রেখেছি উল্লেখ করে শিল্পমন্ত্রী বলেন, এটি একদিকে যেমন ব্যবসায় অর্থায়ন নিশ্চিত করছে, অন্যদিকে অর্থ-পাচার ও জঙ্গী অর্থায়ন বন্ধে কার্যকর ভূমিকা রাখছে। বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমু বলেন, চলতি বছরের বাজেটে আমরা কর্পোরেট ট্যাক্স কমিয়েছি। পাশাপাশি আমরা কর প্রশাসনকে স্বয়ংক্রিয় করার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। পেশাদার এ্যাকাউন্ট্যান্টগণ সরকারের উন্নয়নের অংশীদার হিসেবে অর্থনৈতিক সংস্কারে মূল্যবান পরামর্শ ও সহায়তা দিতে পারেন। এর ফলে শিল্প-কারখানায় দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধির পথ প্রশস্ত হবে। বিশ্ব দরবারে বাংলাদেশ এখন উন্নয়নের মিরাকল মন্তব্য করে তিনি বলেন, এশিয়ার উদীয়মান অর্থনীতির দেশগুলোর সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশের অর্থনীতিও দ্রুত এগিয়ে যাচ্ছে। গত প্রায় এক দশক ধরে বাংলাদেশ ৬ শতাংশেরও বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারা বজায় রেখেছে। আমাদের সরকার সূচিত উন্নয়নের ধারাবাহিকতায় শিল্পখাতে গুণগত পরিবর্তন এসেছে। জাতীয় অর্থনীতিতে শিল্পখাতের অবদান ক্রমান্বয়ে বাড়ছে। এসিসিএ বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার মিজ মহুয়া রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্রিটিশ হাইকমিশনের উর্ধতন কর্মকর্তা ছাড়াও দেশের উদ্যোক্তা ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
×