ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নেপালে বিমান বিধ্বস্ত ॥ ২৩ আরোহীর সবাই নিহত

প্রকাশিত: ০৪:১৭, ২৫ ফেব্রুয়ারি ২০১৬

নেপালে বিমান বিধ্বস্ত ॥ ২৩ আরোহীর সবাই নিহত

নেপালের পোখারা থেকে জমসম যাওয়ার পথে দুর্গম পাহাড়ী এলাকায় বিধ্বস্ত উড়োজাহাজের ২৩ আরোহীর সবার মৃত্যু হয়েছে বলে দেশটির সেনাবাহিনী জানিয়েছে। নেপালি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তারা বাহাদুর কর্কি বলেছেন, চার ঘণ্টা অনুসন্ধানের পর উড়োজাহাজটির ডানা ও লেজের অংশ খুঁজে পেয়েছেন তারা। নিহত যাত্রীদের মধ্যে চীন ও কুয়েতের দুই নাগরিক ছাড়াও দুটি শিশু ছিল বলে স্থানীয় পুলিশ কর্মকর্তারা হরিহর যোগী জানিয়েছেন। খবর ওয়েবসাইটের। নেপালের বিমান পরিবহনমন্ত্রী আনন্দ প্রসাদ পোখরেল জানান, মিয়াগদি জেলার কেকারদি বুট্টা বনে উড়োজাহাজটির ধ্বংসাবশেষ পাওয়া যায়। তখনও বিধ্বস্ত বিমানে আগুন জ্বলছিল। দুই মাসেই ইউরোপে এক লাখ শরণার্থী চলতি বছরের প্রথম দুই মাসে ইউরোপে এক লাখেরও বেশি শরণার্থী এসে পৌঁছেছে। গত বছরের প্রথম ছয় মাসে ইউরোপে প্রবেশ শরণার্থীর সংখ্যার চেয়ে এটি প্রায় তিনগুণ বেশি। শরণার্থীবিষয়ক আন্তর্জাতিক সংস্থা আইওএমের বরাত দিয়ে মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে। আইওএম জানিয়েছে, গ্রীসের সামোস, কোস ও লেসবস দ্বীপে কমপক্ষে এক লাখ ২ হাজার ৫০০ শরণার্থী এসে পৌঁছেছে। এছাড়া ইতালিতে বছরের প্রথম ছয় সপ্তাহে সাড়ে সাত হাজার শরণার্থী এসে আশ্রয় নিয়েছে। এই সময়ে সাগর পাড়ি দিতে গিয়ে মারা গেছে ৪১১ শরণার্থী। -অয়েবসাইট পর্যটকদের সেলফিতে... আর্জেন্টিনার পর চীন। সেলফি তোলার হিড়িকে ডলফিনের পর এবার মৃত্যু হল ময়ূরের। দক্ষিণ-পূর্ব চীনের ইউনান ওয়াইল্ড এ্যানিম্যাল পার্কে পর্যটকদের আধঘণ্টা ধরে চলা সেলফি শূটে হার্টফেল করে মারা যায় দুটি ময়ূর। ঘটনাটি ঘটে ১২ ফেব্রুয়ারি। প্রাণী চিকিৎসক লি জানান, প্রচণ্ড ভয়ে ময়ূর দু’টি হার্টফেল করে মারা যায়। -ওয়েবসাইট এক টুকরো প্লাস্টিক থাকায় মাত্র একটি চকলেট বারে প্লাস্টিক পাওয়ার পর ৫৫টি দেশ থেকে পণ্য তুলে নিচ্ছে মার্স। পণ্য সরিয়ে নেয়া অধিকাংশ দেশই ইউরোপের। যুক্তরাষ্ট্রের চকলেট প্রস্তুতকারী কোম্পানি মঙ্গলবার এই ঘোষণা দিয়ে বলেছে, নেদারল্যান্ডসের কারখানায় উৎপাদিত তাদের চকলেট পণ্য যেসব দেশে যায়, সেসব দেশের বাজার থেকে তা সরিয়ে আনা হচ্ছে। ৮ জানুয়ারি জার্মানির এক ভোক্তা মার্সের স্নিকার্স কিনে তাতে প্লাস্টিক পেয়েছিলেন। এরপরই পণ্য সরিয়ে নেয়ার পদক্ষেপ নিল কোম্পানিটি। -বিবিসি
×