ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টেলিগ্রাফে ব্রিটিশ সাবেক ১৩ কমান্ডারের খোলা চিঠি

আইএসের হুমকি মোকাবেলায় ব্রিটেনকে অবশ্যই ইইউতে থাকতে হবে

প্রকাশিত: ০৪:১৬, ২৫ ফেব্রুয়ারি ২০১৬

আইএসের হুমকি মোকাবেলায় ব্রিটেনকে অবশ্যই ইইউতে থাকতে হবে

জঙ্গী সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ও রাশিয়ার কারণে সৃষ্ট বড় ধরনের হুমকি থেকে নিজেদের রক্ষা করতে ব্রিটেনকে অবশ্যই ইউরোপীয় ইউনিয়নে থাকতে হবে। ব্রিটেনের সশস্ত্র বাহিনীর সাবেক ১৩ জন প্রধান এ কথা বলেছেন। দেশটির দৈনিক টেলিগ্রাফে প্রকাশিত চিঠিতে ওই প্রধানরা জাতীয় নিরাপত্তা রক্ষায় ব্রিটেনের ইইউ সদস্যে পদে সমর্থন করতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন। চিঠিতে স্বাক্ষর করা সাবেক প্রধানদের মধ্যে রয়েছেন, সাবেক চীফ অব ডিফেন্স স্টাফ ফিল্ড মার্শাল লর্ড এরউইন ব্রামল। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নরম্যান্ডি অভিযানে অংশ নিয়েছিলেন। অপরজন সাবেক চীফ অব ডিফেন্স স্টাফ ফিল্ড মার্শাল লর্ড চার্লস গাথরি। তিনি এডেন, পারস্য উপসাগর, মালয়েশিয়া, পূর্ব আফ্রিকা ও নর্দার্ন আয়ারল্যান্ডে দায়িত্ব পালন করেছেন। এই প্রধানরা বলেছেন, তাদের দৃঢ় বিশ্বাস যে, ইইউ সদস্য হিসেবে থাকা আমাদের জাতীয় স্বার্থ। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের ব্রিটেনের ইইউতে থাকার প্রচার অভিযানে মূল ইস্যু হলো জাতীয় নিরাপত্তা। তিনি হুঁশিয়ার করে বলেছেন, ইইউতে থাকলে ব্রিটেন সন্ত্রাসী ও পরমাণু শক্তিধর দুর্বৃত্ত দেশগুলো থেকে বেশি নিরাপদ থাকবে। চিঠিতে সাবেক সামরিক কমান্ডাররা বলেছেন, আমরা সারা বিশ্বেই দায়িত্ব পালন করছি। -টেলিগ্রাফ যৌন সংসর্গে জিকা ছড়ায় কিনা তদন্ত করছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে সম্ভাব্য যৌন সংসর্গের মাধ্যমে জিকা ভাইরাস সংক্রমণের ১৪টি ঘটনা তদন্ত করছে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি)। সংক্রমিতদের মধ্যে বেশ কয়েকজন গর্ভবতী নারীও রয়েছেন। দেশটির জনস্বাস্থ্য সংস্থা যৌন সংসর্গের মাধ্যমে এই ভাইরাস ছড়ানোর ব্যাপারে নতুন নির্দেশনা প্রকাশ করেছে। কোথাও ভ্রমণ করা ছাড়াই যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেই জিকা ভাইরাসে আক্রান্ত রোগীর খোঁজ পাওয়ার পরই এই নির্দেশনা প্রকাশ করা হয়। -বিবিসি
×