ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নেভাদায় সহজ জয়ে এগিয়ে ট্রাম্প

প্রকাশিত: ০৪:১৬, ২৫ ফেব্রুয়ারি ২০১৬

নেভাদায় সহজ জয়ে এগিয়ে ট্রাম্প

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থিতা বাছাইয়ের লড়াইয়ে আরও এগিয়ে গেলেন ধনকুবের ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প। নেভাডা অঙ্গরাজ্যে মঙ্গলবার অনুষ্ঠিত দলীয় ককাসে সহজেই বিজয়ী হয়েছেন আলোচিত এই রিপাবলিকান নেতা। খবর বিবিসি ও এএফপির। এদিকে নেভাডায় যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করেছেন সিনেটর মার্কো রুবিও ও টেড ক্রুজ। লড়াইয়ের আশা তারা এখনও জিইয়ে রেখেছেন। অতি সামান্য ভোট পেয়ে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন গবর্নর জন কেইসিক ও অবসরপ্রাপ্ত শল্যচিকিৎসক বেন কারসন। নেভাডায় জয়ী হওয়ার মধ্য দিয়ে পরপর তিনটি রাজ্যে জয় পেলেন ট্রাম্প। এর আগে তিনি নিউ হ্যাম্পশায়ার ও সাউথ ক্যারোলাইনা প্রাইমারিতে জয় পান। তবে প্রার্থী মনোনয়নের বাছাই পর্বের শুরুতে আইওয়া অঙ্গরাজ্য ককাসে ক্রুজের কাছে হেরে দ্বিতীয় হয়েছিলেন তিনি। জয়ের পর ট্রাম্প সমর্থকদের উদ্দশে বলেন, এটি একটি চমৎকার রাত। আমরা জয়ের পর জয়ের মধ্যদিয়ে দেশই জয় করছি। শীঘ্রই এই দেশও জয়ী হতে শুরু করবে। ট্রাম্প ৪৫ দশমিক ৫ শতাংশ, রুবিও ২৩ দশমিক ৩ শতাংশ ও ক্রুজ ২২ দশমিক ৩ শতাংশ ভোট পেয়েছেন। এদিকে নেভাডা ককাসের নির্বাচনে ব্যালট পেপারের সঙ্কট আর ভোটারদের পরিচিতি নিশ্চিত করা নিয়ে কিছু অভিযোগও পাওয়া গেছে। বিশেষজ্ঞরা বলছেন, বহিরাগত প্রশ্নে উদ্বেগ ও ওয়াশিংটনে রিপাবলিকান নেতৃত্বের ব্যাপারে মার্কিন শ্বেতাঙ্গদের অসন্তোষ খুব চাতুর্যের সঙ্গে কাজে লাগিয়ে মনোনয়ন পাওয়ার দৌড়ে সবার চেয়ে এগিয়ে গেছেন ট্রাম্প। ১ মার্চের গুরুত্বপূর্ণ ‘সুপার টুয়েজডে’ ভোটে ক্রুজ বা রুবিও বড় ধরনের বিজয় অর্জন করতে ব্যর্থ হলে ট্রাম্প তাদের ধরাছোঁয়ার বাইরে চলে যাবেন। দলীয় নেতৃত্ব ও মুখ্য চাঁদা প্রদানকারীরা ট্রাম্পের বিজয়ের সম্ভাবনায় উদ্বিগ্ন হয়ে রুবিওর প্রতি তাদের সমর্থন দিতে শুরু করেন। নির্বাচনী ব্যালটে পাঁচ বা ছয় প্রার্থীর নাম থাকায় রিপাবলিকান ভোট বিভক্ত হয়ে পড়ছে।
×