ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজধানীতে শিলাবৃষ্টিতে নাগরিক ভোগান্তি॥ আহত ২০

প্রকাশিত: ২২:০০, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

রাজধানীতে শিলাবৃষ্টিতে নাগরিক ভোগান্তি॥ আহত ২০

অনলাইন রিপোর্টার ॥ বুধবার হঠাৎই শিলাবৃষ্টি শুরু হয় রাজধানীতে। আর শিলাবৃষ্টিতে অন্তত ২০ জন আহত হয়েছেন। এর মধ্যে ১৪ জনই কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশনে থাকা কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডা’র নেতা-কর্মী। এছাড়া্ও এই শিলাবৃষ্টিতে বেড়েছে নাগরিক ভোগান্তিও। থেমে থেমে বৃষ্টিতে রাজধানীর অনেক স্থানে পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা আর যানজট। হঠাৎ এই বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন কর্মজীবী মানুষ। এই শিলা বৃষ্টি স্থায়ী হয় সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত। প্রায় আধাঘণ্টার বৃষ্টিতে সচিবালয়ের ভেতরে অনেক স্থানে জমে যায় পানি। শিলাও জমে প্রায় ৪ ইঞ্চি পরিমাণ। শিলার তোপে সচিবালয়ের বিভিন্ন আম গাছে আসা মুকুল প্রায় ঝরে গেছে। শিলার চিহ্ন লেগে রয়েছে সচিবালয়ের দালান ও দেয়ালের কোণে। প্রত্যক্ষদর্শীরা জানান, বছরের এ সময় এমন আকাশ অন্ধকার করে তীব্র শিলা বৃষ্টি আমি কখনো দেখিনি। সুপ্রিমকোর্ট এলাকায় শিলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় বার কাউন্সিলের সামনে রাখা আইনজীবীদের গাড়িগুলোর কাচও। পল্টন এলাকায় প্রচণ্ড শিলা বৃষ্টিতে রাস্তায় কাদাপানি জমে গেছে। বিপুল পরিমাণে শিলা পড়ায় রাস্তায় শিলার স্তূপ জমে যায়। সাথে সৃষ্টি হয়েছে যানজট। এছাড়া রাজধানীর অনেক এলাকায় শিলা বৃষ্টিতে আমের মুকুলের ক্ষতি, হালকা জলাবদ্ধতা ও যানজটের খবর পাওয়া গেছে। রাজধানীর বাইরে বরিশালে ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত শিলা বৃষ্টি ও বজ্রপাতের খবর পাওয়া গেছে। এছাড়া চট্টগ্রাম ও খুলনায় মেঘের গর্জনের সাথে মুষলধারে বৃষ্টির খবর পাওয়া গেছে। আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, পূর্বালী লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর হয়ে বাংলাদেশে পর্যন্ত বিস্তৃত হওয়ার কারণে বৃষ্টি হচ্ছে। তারা জানায়, মৌসুমি বায়ু ঊর্ধ্বগামী হওয়ার কারণেও বৃষ্টি হচ্ছে। রংপুর ছাড়া সব বিভাগেই কম বেশি বৃষ্টি হয়েছে। এছাড়াও, এই শিলাা বৃষ্টিতে রাজধানীতে আহত হওয়া কয়েক জনের নাম জানা গেছে। এরা হলেন, রেজাউল করিম, সাইফুল হক জুয়েল, প্রদীপ, সুমন মণ্ডল, সানজিদা, আকলিমা ও শিমুল খান। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের সূত্রে জানা যায়, শহীদ মিনারে আহত ১৪ জন ছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আরও ছয়-সাতজন ঢামেকে চিকিৎসা নিতে এসেছেন। সবাইকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে।
×