ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন আজ ও কাল

প্রকাশিত: ০৮:১২, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন  আজ ও কাল

কোর্ট রিপোর্টার ॥ ঢাকা আইনজীবী সমিতির দুই দিনব্যাপী নির্বাচন আজ বুধ ও আগামী বৃহস্পতিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে (২০১৬-২০১৭ বর্ষ) বিএনপি সমর্থিত নীল প্যানেল ও আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের মধ্যেই মূল লড়াই হবে বলে মনে করা হচ্ছে। তবে সবুজ প্যানেলের অধীনে বিভিন্ন পদে আরও ১০ প্রার্থী আছেন। এছাড়াও সাধারণ সম্পাদক পদে বিএনপির বিদ্রোহী প্রার্থী হোসেন আলী খান হাসানও আছেন ভোটের লড়াইয়ে। ২৫ পদে মোট ৬৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ১০ সম্পাদকীয় পদের বিপরীতে ২৪ এবং ১৫ সদস্য পদের বিপরীতে ৩৬ প্রার্থী আছেন। এবার নির্বাচনে ১৫ হাজার ৫০ ভোটার (আইনজীবী) তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সাদা প্যানেলে সভাপতি পদে এ্যাডভোকেট সাইদুর রহমান মানিক এবং সাধারণ সম্পাদক পদে এ্যাডভোকেট আয়ুবুর রহমান নির্বাচন করছেন। নীল প্যানেলের সভাপতি পদে এ্যাডভোকেট মোঃ খোরশেদ আলম এবং সাধারণ সম্পাদক পদে এ্যাডভোকেট আজিজুল ইসলাম খান বাচ্চু। এবার সম্পাদকীয় পদে সাদা প্যানেলের প্রার্থীরা হলেন সিনিয়র সহসভাপতি পদে এ্যাডভোকেট আলহাজ মোহাম্মাদ হাবিবুর রহমান, সহসভাপতি পদে আবু বারেক ফরহাদ, ট্রেজারার পদে মোঃ হাসিবুর রহমান দিদার, সিনিয়র সহসাধারণ সম্পাদক পদে আব্দুস সালাম খান, সহসাধারণ সম্পাদক পদে মোঃ শাহাদাত হোসেন ভুইয়া, লাইব্রেরি সম্পাদক পদে আলী আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক পদে লাকী আক্তার ফ্লোরা, দফতর সম্পাদক পদে আব্দুল হাই মামুন, সমাজ কল্যাণ সম্পাদক পদে প্রহলাদ চন্দ্র সাহা পলাশ এবং খেলাধুলা সম্পাদক পদে মোঃ বাহারুল আলম বাহার। সম্পাদকীয় পদের নীল প্যানেলের প্রার্থীরা হলেন সিনিয়র সহসভাপতি পদে এ্যাডভোকেট আফরোজা বেগম শেলী, সহসভাপতি পদে কাজী মোঃ আবুল বারিক, ট্রেজারার পদে আবু বক্কর সিদ্দিকী, সিনিয়র সহসাধারণ সম্পাদক পদে সৈয়দ নজরুল ইসলাম, সহসাধারণ সম্পাদক পদে মোঃ সারোয়ার কায়ছার রাহাত, লাইব্রেরি পদে মোঃ আবুল কালাম আজাদ, সাংস্কৃতিক সম্পাদক পদে শাহনাজ বেগম শিরীন, দফতর সম্পাদক পদে মোঃ আফানুর রহমান রুবেল, সমাজ কল্যাণ সম্পাদক পদে মোঃ শফিকুল ইসলাম এবং খেলাধুলা সম্পাদক পদে মোহাম্মাদ শাখাওয়াত উল্লাহ চৌধুরী মনোনয়ন পেয়েছেন। সাদা প্যানেলের ১৫ সদস্য পদে মনোনয়ন পেয়েছেন এ্যাডভোকেট আমিনুল আহসান মামুন, ইমারত হোসেন বাচ্চু, হাজেরা বেগম আজরা, মোহাম্মাদ আবু সাঈদ সিদ্দিক টিপু, নাসিম জাহান রুবি, নুর জাহান আক্তার পারভীন, মরিয়ম বেগম তুলি, মোঃ আলাউদ্দিন খান, সাহিদা পারভীন নদী, মোঃ বিল্লাল হোসেন লিজন, মোহাম্মাদ খায়রুল ইসলাম, নুরুল ইসলাম তালুকদার, তাইবুর রহমান তুহিন, মোহাম্মাদ সাইফুজ্জামান টিপু ও মোহাম্মাদ নুর হোসেইন। অন্যদিকে সদস্য পদে নীল প্যানেলে মনোনয়ন পেয়েছেন এ্যাডভোকেট আজমেরী আহমেদ চৈতি, মোঃ আব্দুল মোমেন খান মামুন, মোঃ আনোয়ার পারভেজ কাঞ্চন, মোঃ শহিদুল্লাহ, মোঃ শাহীন হোসেন, মোঃ শওকত উল্লাহ, মোহাম্মাদ আবুল কাশেম, মোহাম্মাদ রোকনুজ্জামান সুজা, মোস্তফা সারওয়ার মুরাদ, মোস্তারী আক্তার নূপুর, মোসাঃ জেবুননেছা খানম জীবন, পান্না চৌধুরী, শাহনাজ পারভীন, সৈয়দ আকতারুল ইসলাম আক্তার এবং সৈয়দ মোহাম্মাদ মাইনুল হোসেইন অপু। এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন এ্যাডভোকেট মোঃ শাহ্ আলম খান। কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন, ঢাকা বারের সাবেক সিনিয়র সহসভাপতি এ্যাডভোকেট আলহাজ মোঃ সামিউল হক (সামু), সাবেক সিনিয়র সহসাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোঃ মাহবুবুর রহমান, সাবেক কোষাধ্যক্ষ এ্যাডভোকেট মোঃ মহসীন, সাবেক লাইব্রেরি সম্পাদক এ্যাডভোকেট মোঃ আলী হায়দার কিরন, সাবেক লাইব্রেরি সম্পাদক এ্যাডভোকেট পরিমল চন্দ্র দাস (পিসি দাস), এ্যাডভোকেট মোঃ রফিকুল ইসলাম শেখ, এ্যাডভোকেট মোঃ মাসুম বিল্লাহ, বর্তমান কোষাধ্যক্ষ মোঃ মকবুল হোসেন, বর্তমান সিনিয়র সহসাধারণ সম্পাদক মোহাম্মদ হাফিজুর রহমান ও বর্তমান লাইব্রেরি সম্পাদক মোঃ মাজেদুর রহমান।
×