ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মালয়েশিয়া যাওয়ার অনুমতিপত্র বন্ধ করেছে হাইকমিশন

প্রকাশিত: ০৮:১১, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

মালয়েশিয়া যাওয়ার অনুমতিপত্র বন্ধ করেছে হাইকমিশন

কূটনৈতিক রিপোর্টার ॥ মালয়েশিয়ায় কাজ করতে যাওয়ার জন্য অনুমতিপত্র (এমপ্লয়মেন্ট পাস) বন্ধ করে দিয়েছে দেশটির ঢাকার হাইকমিশন। মালয়েশিয়া হাইকমিশনের বরাত দিয়ে দেশটির অনুমোদিত ভিসা প্রসেসিং সংক্রান্ত এজেন্ট প্রতিষ্ঠান ভিএলএন এ তথ্য জানিয়েছে। এদিকে মালয়েশিয়ার শ্রম পরিস্থিতি নিয়ে পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের সঙ্গে বৈঠক করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার শহীদুল ইসলাম। মালয়েশিয়া সরকারের অনুমোদিত ভিসা এজেন্ট ভিএলএন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মালয়েশিয়া সরকার বিদেশী শ্রমিক নেয়া বন্ধ ঘোষণা করায় এখন থেকে আর কোন এমপ্লয়মেন্ট পাস (অনুমতিপত্র) দেয়া হবে না। ব্যুরো অব ম্যান পাওয়ার, এমপ্লয়মেন্ট এ্যান্ড ট্রেনিং থেকে ছাড়পত্র নিয়ে মালয়েশিয়ায় নির্দিষ্ট কোম্পানির জন্য এমপ্লয়মেন্ট পাসের আবেদন করতে পারতেন প্রার্থীরা। ভিএলএনের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এখন থেকে এমপ্লয়মেন্ট পাসের বদলে ভিডিআর ভিসার আবেদন করা যাবে। এ আবেদনের অধীনে রয়েছে সোশ্যাল ভিজিট পাস (ট্যুরিস্ট ভিসা), ডিপেন্ডেন্ট পাস ও স্টুডেন্ট পাস। ডিপেন্ডেন্ট পাস ভিসা অনুযায়ী সেখানে অবস্থানরত কর্মীদের স্বামী-স্ত্রী, একুশ বছরের নিচে সন্তান ও পিতা-মাতা মালয়েশিয়া যেতে পারবেন।
×