ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শাহজালালে লোকবল স্বল্পতা নিরসনের উদ্যোগ

প্রকাশিত: ০৭:৫৪, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

শাহজালালে লোকবল স্বল্পতা নিরসনের উদ্যোগ

স্টাফ রিপোর্টার ॥ শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থায় সাময়িকভাবে বেশকিছু পদক্ষেপ নেয়া হয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাশা করে সেটা নিশ্চিত করতে গেলে আরও অনেক পদক্ষেপ নিতে হবে। কিন্তু লোকবল, যন্ত্রপাতি ও প্রশিক্ষণ স্বল্পতার দরুন এখনই সব শর্ত পূরণ করা যাচ্ছে না বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম সানাউল হক। মঙ্গলবার বিকেলে বেবিচক প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। বেবিচক চেয়ারম্যান বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বর্তমানে তিন ধরনের স্বল্পতা রয়েছে। তবে এসব স্বল্পতা নিরসনে আমরা কাজ করছি। লোকবল স্বল্পতা নিরসনের জন্য ইতোমধ্যে আমরা মন্ত্রণালয়কে জানিয়েছি। বিষয়টি বর্তমানে অর্থ মন্ত্রণালয়ে বিবেচনাধীন আছে।
×