ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

‘খালেদা পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়নের ষড়যন্তে লিপ্ত’

প্রকাশিত: ০৭:৫৩, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

‘খালেদা পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়নের ষড়যন্তে লিপ্ত’

সংসদ রিপোর্টার ॥ রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা বলেছেন, বিএনপি এখন রাজপথে, সংসদে এমনকি ঘরেও নেই। সেদিন বেশি দূরে নয়, জঙ্গীবাদ-সন্ত্রাসনির্ভর বিএনপির অবস্থা মুসলিম লীগের মতো হবে, হ্যারিকেন দিয়ে কোথাও তাদের খুঁজে পাওয়া যাবে না। সবক্ষেত্রে পরাজিত হয়ে বিএনপি নেত্রী খালেদা জিয়া এখন পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়নের ষড়যন্ত্রে লিপ্ত। কিন্তু তার এ ষড়যন্ত্রও কোনদিন সফল হবে না। প্রথমে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং পরে ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে মঙ্গলবার রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনায় অংশ নেন সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, সরকারী দলের আ খ ম জাহাঙ্গীর হোসাইন, নজরুল ইসলাম চৌধুরী, জাসদের নাজমুল হক প্রধান, শিরীন আখতার, জাতীয় পার্টির নুরুল ইসলাম ওমর, নুরুল ইসলাম তালুকদার প্রমুখ। আলোচনায় অংশ নিয়ে সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু বলেন, গণতন্ত্রের প্রাণ হচ্ছে নির্বাচন। অথচ খালেদা জিয়া নির্বাচনে না এসে নির্বিচারে মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা সত্ত্বেও বর্তমান সরকার সাফল্যের সঙ্গে দেশকে সবদিক থেকে এগিয়ে নিয়ে যাচ্ছে। দেশে মাথাপিছু আয় বেড়েছে, রফতানিও বেড়েছে। কমেছে দরিদ্র লোকের সংখ্যা। জাসদের শিরীন আখতার বলেন, বাংলাদেশে আজ সন্ত্রাস-জঙ্গীবাদ-ধর্মান্ধতা-সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যুদ্ধ চলছে, আর এ যুদ্ধে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর খালেদা জিয়া এসব জঙ্গী-সন্ত্রাসীর পক্ষেই অবস্থান নিয়েছেন। যারা বাংলাদেশের প্রগতি, উন্নয়ন ও অগ্রগতিকে ধ্বংস করতে চান- সেই অপশক্তির নেতৃত্ব দিচ্ছেন বিএনপি নেত্রী। আগুনসন্ত্রাসীদের বিচার বাংলার মাটিতে হতেই হবে। এজন্য মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে আরও ঐক্যবদ্ধ করতে হবে। ডেপুটি স্পীকারের ক্ষোভ ॥ অধিবেশনে বক্তব্য দিয়েই অধিবেশন থেকে চলে যাওয়ায় এমপিদের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করেছেন ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া।
×