ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

প্রকাশিত: ০৬:৪৫, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

নীলফামারীতে হত্যা মামলায় ৩ জনের  যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ চাচাত ভাই বদিউজ্জামানকে (৩৮) হত্যা মামলায় তিন যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদ- ও ১০ হাজার টাকা করে অর্থদ- অনাদায়ে আরও ছয় মাস করে সশ্রম কারাদ- প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ মাববুবুল আলম ওই আদেশের রায় প্রদান করেন। একই মামলায় অপর পাঁচ ৫ আসামিদের এক বছর করে সশ্রম কারাদ-, এক হাজার টাকা করে জরিমানা অনাদায়ে এক মাসের সশ্রম কারাদ- দেয় আদালত। যাবজ্জীবন প্রাপ্তরা হলেন- জেলার সৈয়দপুর উপজেলা দিকশো মোল্লাপাড়া গ্রামের মাজাহারুল ইসলামের ছেলে মোখছেদুল ইসলাম, তার ছোটভাই মোস্তাকিন ও তাদের চাচা আসান উদ্দীনের ছেলে এমদাদুল হক। অপরদিকে এক বছরের সাজাপ্রাপ্তরা হলেন- যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মোখছেদুলের বাবা মোজাহারুল ইসলাম, তার (মোখছেদুল) মা নেছাবী বেগম, মোখছেদুলের স্ত্রী অবিতন, সাজাপ্রাপ্ত ছোটভাই মোস্তাকিনের স্ত্রী লিপি, অপর ছোটভাই মহসীন আলীর স্ত্রী নমনী। যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের মধ্যে মোস্তাকিন ও এক বছরের সাজাপ্রাপ্ত মোস্তাকিপনা স্ত্রী লিপি এবং মোখছেদুলের স্ত্রী অবিতন পলাতক রয়েছে।
×