ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গোয়ালঘরে বিদ্যুতের ফাঁদে প্রাণ হারাল যুবক

প্রকাশিত: ০৬:৪৪, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

গোয়ালঘরে বিদ্যুতের ফাঁদে  প্রাণ হারাল যুবক

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ চোরের উপদ্রব থেকে গরু-ছাগল রক্ষা করতে গোয়ালের চারপাশে রাতের বেলায় ফাঁদ পাতা হয় বিদ্যুতের। সেই বিদ্যুতের ফাঁদে পড়ে স্পৃষ্ট হয়ে জীবন গেছে এক যুবকের। সোমবার রাতে রাজশাহীর চারঘাট উপজেলার পূর্ব রায়পাড়া গ্রাম এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম রিংকু (৩৫)। সে ওই এলাকায় এর আগের বিভিন্ন জনের বাড়িতে গরু চোরের সঙ্গে জড়িত ছিল বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। নিহত রিংকুর বাড়ি পাশের বাঘা উপজেলার হরিণা গ্রামে। স্থানীয়রা জানায়, চারঘাট উপজেলার পূর্ব রায়পাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেন এক বছর আগে বাড়িটি তৈরি করে বসবাস শুরু করেন। ওই বাড়ির অভ্যন্তরেই তার গোয়ালঘর। সেখান থেকে এর আগেও গরু চুরির ঘটনা ঘটে। সম্প্রতি ওই গ্রামসহ আশপাশের গ্রামগুলোতে চোরের উৎপাতও আশঙ্কজনকভাবে বেড়ে গেছে। এ আতঙ্কে তিনি বাড়ির ভেতরের গোয়ালঘরের পাশ দিয়ে তার পেঁচিয়ে রেখে প্রতিরাতে ইলেকট্রিক সংযোগ দিয়ে ঘুমান। সোমবার রাতে জাহাঙ্গীর হোসেন বাড়িতে ছিলেন না। তার অনুপস্থিতিতে স্ত্রী আয়েশা বেগম প্রতিদিনের মতো ইলেকট্রিক সংযোগ দিয়ে ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার ভোরে তার ঘুম ভেঙ্গে গেলে তিনি দরজা খুলে বাইরে বের হতেই দেখেন গোয়ালঘরের বিদ্যুতের তারে আটকে পড়ে রয়েছে এক যুবক। যুবককে দেখে আয়েশা বেগম ভয়ে-চিৎকার শুরু করেন। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করে তার লাশ উদ্ধার করেন। স্থানীয় ইউপি সদস্য আব্দুর রাজ্জাক জানান, রিংকুর বিরুদ্ধে গরু চুরির অভিযোগ রয়েছে। এর আগেও সে কয়েকবার ধরা পড়ে। ঘটনাস্থলের বাইরেই বাউন্ডারি ওয়ালের সঙ্গে তার স্যান্ডেল পড়ে রয়েছে। এ থেকে ধারণা করা হচ্ছে, সে পাঁচিল টপকে গরু চুরি করতে এসে ইলেকট্রিক ফাঁদে পড়ে জীবন হারিয়েছেন। চারঘাট মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফরহাদ আলী জানান, রিংকু ওই বাড়িতে প্রবেশ করেছিল, নাকি তার সঙ্গে আরও কেউ জড়িত। তাছাড়া ওই বাড়ির মালিক জাহাঙ্গীর হোসেন বৈদ্যুতিক তার কেন গোয়ালঘরে সংযোগ দিয়ে রাখল সে বিষয়গুলো ক্ষতিয়ে দেখা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
×