ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গ্রেফতারি পরোয়ানা বাতিলে সুইডিশ আদালতে এ্যাসাঞ্জের আবেদন

প্রকাশিত: ০৬:৪১, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

গ্রেফতারি পরোয়ানা বাতিলে সুইডিশ আদালতে এ্যাসাঞ্জের আবেদন

উইকিলিক্স ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা জুলিয়ান এ্যাসাঞ্জের আইনজীবীরা ধর্ষণ মামলায় তার বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা বাতিলের জন্য সুইডিশ আদালতে আনুষ্ঠানিক আবেদন জানিয়েছেন। ওই মামলায় সুইডেনের কাছে হস্তান্তর এড়াতে ২০১২ সালের জুনে লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে আশ্রয় নেন এ্যাসাঞ্জ। যুক্তরাজ্যের আদালতে ও সুইডেনে হস্তান্তরের বিরুদ্ধে আবেদন করে ব্যর্থ হয়েছেন এ্যাসাঞ্জ। খবর ওয়েবসাইটের কিন্তু তার আইনজীবী টমাস ওলসন সোমবার এক বিবৃতিতে বলেছেন, আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু নতুন পরিস্থিতির উদ্ভব হয়েছে। এর অর্থ আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার যথেষ্ট কারণ আছে। জাতিসংঘের একটি ওয়ার্কিং গ্রুপ এ মাসের শুরুর দিকে ইকুয়েডর দূতাবাসে এ্যাসাঞ্জের অবস্থানকে ‘বেআইনীভাবে আটক’ রাখা বলে মত দেয়ার পর তার আইনজীবীরা গ্রেফতারি পরোয়ানা বাতিল আবেদনের এ পদক্ষেপ নিলেন। দূতাবাস থেকে বেরোলেই গ্রেফতার হওয়ার ভয় থাকায় এ্যাসাঞ্জ ২০১৪ সালে দূতাবাসে তাকে ‘ইচ্ছাকৃতভাবে আটক রাখার’ অভিযোগ জানিয়েছিলেন জাতিসংঘকে। জাতিসংঘ প্যানেল শেষ পর্যন্ত এ্যাসাঞ্জের পক্ষে মত দেয়। সুইডেনে এ্যাসেঞ্জের বিরুদ্ধে ধর্ষণ মামলাটি হয় ২০১০ সালে। এ্যাসাঞ্জ এ অভিযোগ অস্বীকার করে আসলেও বিষয়টি নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় সুইডিশ কর্তৃপক্ষ।
×