ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আবুল বাজনদারের হাতের ড্রেসিং সম্পন্ন

প্রকাশিত: ০৫:২৫, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

আবুল বাজনদারের হাতের ড্রেসিং সম্পন্ন

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশে প্রথম হিউম্যান পারপোরিয়াস ভাইরাসে আক্রান্ত রোগী আবুল বাজনদারের হাতের ড্রেসিং সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে অপারেশন থিয়েটারে নিয়ে তার হাতের ড্রেসিং করা হয়। এর আগে শনিবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আবুলের হাতের অপারেশন করা হয়। ঢামেক বার্ন ইউনিটের সমন্বয়ক ডাঃ সামন্ত লাল সেন জানান, আবুল বাজনদারের হাতের বর্তমান অবস্থা ভাল। তাকে ২-৩ দিন পরে আবারও ড্রেসিং করানো হবে। তিনি আরও জানান, পরীক্ষা-নিরীক্ষার জন্য তার টিস্যু, রক্ত ও লালা আমেরিকার লস এঞ্জেলেসের একটি ক্যান্সার হাসপাতালের ডাঃ মার্টিন কাস্টের কাছে পাঠানো হয়েছে। পরীক্ষার ফল হাতে পাওয়ার পরে মেডিকেল বোর্ড গঠন করে পরবর্তী অস্ত্রোপচারের ব্যবস্থা নেয়া হবে। বিরল এ রোগ আবার হওয়ার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না ডাক্তাররা। এ ব্যাপারে সক্রিয় মেডিক্যাল বোর্ডের সদস্যরা।
×