ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

গ্যাটকো মামলা

খালেদাকে ১৩ এপ্রিলের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ

প্রকাশিত: ০৫:২৩, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

খালেদাকে ১৩ এপ্রিলের মধ্যে  আত্মসমর্পণের  নির্দেশ

কোর্ট রিপোর্টার ॥ গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে আগামী ১৩ এপ্রিলের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়েছে। আট বছরের পুরনো মামলায় গতকাল মঙ্গলবার ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আবু আহমেদ জমাদার এ আদেশ দেন। এর আগে ২০১৫ সালের ৫ আগস্ট হাইকোর্ট মামলাটিতে বিএনপি চেয়ারপার্সনের দুটি রিট আবেদন খারিজ করে দুই মাসের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়। গত ১৫ ফেব্রুয়ারি হাইকোর্টের ওই রায় প্রকাশ হয়েছে। জানা গেছে, হাইকোর্টের রায়টি সম্প্রতি ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতে আসার পর আদালত হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী খালেদা জিয়ার আত্মসমর্পণের তারিখ নির্ধারণ করে। হাইকোর্ট বিভাগের বিচারপতি মোঃ নূরুজ্জামান ও বিচারপতি আব্দুর রবের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই রায় প্রদান করেছিলেন। ২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুদকের উপ-পরিচালক মোঃ গোলাম শাহরিয়ার বাদী হয়ে তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন। মামলাটিতে ২০০৮ সালের ১৩ মে জোট সরকারের প্রভাবশালী ৯ সাবেক মন্ত্রী ও উপমন্ত্রীসহ মোট ২৪ জনের বিরুদ্ধে দুদকের উপ-পরিচালক মোঃ জহিরুল হুদা চার্জশীট দাখিল করেন। চার্জশীটে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে দরপত্রের শর্ত ভঙ্গ এবং ক্ষমতার অপব্যবহার করে অনভিজ্ঞ ও অদক্ষ ঠিকাদারি প্রতিষ্ঠান গ্যাটকোর সঙ্গে চুক্তি স্বাক্ষরের ফলে সরকারের ১৪ কোটি ৫৬ লাখ ৩৭ হাজার ৬১৬ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। এছাড়া গ্যাটকোকে ঠিকাদারি কাজ পাইয়ে দেয়ার বিনিময়ে অবৈধভাবে আরাফাত রহমান কোকো ও ইসমাইল হোসেন সায়মন দুই কোটি ১৯ লাখ ৯৯ হাজার ৭৩৬ টাকার আর্থিক সুবিধা নেন।
×