ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বেসিক ব্যাংক কেলেঙ্কারিতে ২৭ কর্মকর্তা জড়িত ॥ অর্থমন্ত্রী

প্রকাশিত: ০৫:২০, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

বেসিক ব্যাংক কেলেঙ্কারিতে ২৭ কর্মকর্তা জড়িত ॥  অর্থমন্ত্রী

সংসদ রিপোর্টার ॥ রাষ্ট্রীয় মালিকানাধীন বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর সম্পূর্ণ তালিকা জাতীয় সংসদে উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি জানিয়েছেন, বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির সঙ্গে প্রতিষ্ঠানটির ২৭ কর্মকর্তা জড়িত ছিলেন। এছাড়াও ৫৬টি প্রতিষ্ঠানও এই ঋণ কেলেঙ্কারির সঙ্গে যুক্ত ছিল। মঙ্গলবার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত লিখিত প্রশ্নোত্তরে এ তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সংসদ অধিবেশনে অর্থমন্ত্রী অনুপস্থিত থাকায় তাঁর পক্ষে প্রশ্নের জবাব দেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। জাতীয় পার্টির সংসদ সদস্য সেলিম উদ্দিনের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, রাষ্ট্রীয় মালিকানাধীন বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির সঙ্গে প্রতিষ্ঠানটির ২৭ কর্মকর্তা ও ৫৬টি প্রতিষ্ঠান জড়িত ছিল। ঋণ কেলেঙ্কারিতে জড়িত ছিলেন সাবেক ব্যবস্থাপনা পরিচালক একেএম সাজেদুর রহমান, কাজী ফখরুল ইসলাম, সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মঞ্জুর মোরশেদ, উপ-মহাব্যবস্থাপনা পরিচালক ফজলুস সোবহান, কনক কুমার পুরকায়স্থ, সাময়িক বরখাস্তকৃত উপ ব্যবস্থাপনা পরিচালক এ মোনায়েম খান, উপ ব্যবস্থাপনা পরিচালক মোঃ সেলিম, মহাব্যবস্থাপক জয়নুল আবেদীন চৌধুরী, মোঃ মোজাম্মেল হোসেন, সাময়িক বরখাস্তকৃত মহাব্যবস্থাপক খন্দকার শামীম হাসান, মহাব্যবস্থাপক মোঃ মনিরুজ্জামান, গোলাম ফারুক খান, চাকরিচ্যুত মহাব্যবস্থাপক মোহাম্মদ আলী, সাবেক উপ মহাব্যবস্থাপক কোরবান আলী, উপ মহাব্যবস্থাপক ওমর ফারুক, চাকরিচ্যুত উপ মহাব্যবস্থাপক শিপার আহমেদ, সাময়িক বরখাস্তকৃত উপ মহাব্যবস্থাপক এস এম ওয়ালিউল্লাহ, সহকারী ব্যবস্থাপক মোঃ জহির উদ্দিন, মোঃ ইমরুল ইসলাম, আবদুস সবুর, আবদুস সাত্তার খান, পলাশ দাশগুপ্ত, ইকরামুল বারী, সাবেক সহকারী ব্যবস্থাপক সরোয়ার হোসেন, ব্যবস্থাপক মোঃ মুহিবুল হক, চাকরিচ্যুত উপ ব্যবস্থাপক এসএম জাহিদ হাসান, উপ ব্যবস্থাপক এন এ তোফিকুল আলম। এছাড়া জড়িত ৫৬টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে-আজাদ ট্রেডিং, ভাসাবি ফ্যাশন লি., তাহমিনা ডেনিম লি., লাইফ স্টাইল ফ্যাশন মেকার লি., ইউকে বাংলা ট্রেডিং লি., তাহমিনা নিটওয়ার লি., ফারশি ইন্টারন্যাশনাল লি., খাদিজা এন্ড সন্স, লিটল ওয়াল্ড লি., এআরএসএস এন্টারপ্রাইজ, আমিরা শিপিং এজেন্সি, এশিয়ান শিপিং বিডি, এসএফজি শিপিং লাইন লিঃ., মনিকা ট্রেডিং ইন্টারন্যাশনাল, ফাস্ট এন্ড বেস্ট ট্রেড ইমপেক্স, ট্রেড হাউজ, এশিয়ান ফুড ট্রেডিং এ্যান্ড কোঃ, সুরমা স্টিল এন্ড স্টিলট্রেডিং কোঃ, সিলভার কম ট্রেডিং, সিনটেক্স, বি. আলম শিপিং লাইনস, এস এল ডিজাইনার লি., তানজিনা ফ্যাশন, ফিয়াজ এন্টারপ্রাইজ, নাহার গার্ডেন (প্রা.) লি., এল আর ট্রেডিং, সৈয়দ ট্রেডার্স, রুদ্র স্পেশালাইজড কোল্ড স্টোরেজ লি., নিউ অটো ডিফাইন, টেলিউইজ ইন্টারন্যাশনাল লি., ডায়নামিক ট্রেডিং, আহমেদ ওয়েলস মিলস লি., বিথী এন্টারপ্রাইজ, ওমারেল্ড স্পেশালাইজড কোল্ড স্টোরেজ লি., এমারেল্ড অটো রিকস লিঃ প্রোপেল ইন্টারন্যাশনাল লি., আর আই এন্টারপ্রাইজ, গুঞ্জন এগ্রো এরোমেটিক অটো রাইস মিল, হক ট্রেডিং, ভয়েস এন্টারপ্রাইজ, হাসিব এন্টারপ্রাইজ, এস ও এস ব্রাদার্স, আলী কন্সট্রাকশন এ্যান্ড সাপ্লায়ার্স, বাশার এন্টারপ্রাইজ, ওমারেল্ড ওয়েল লি., সিমেক্স লি., আর কে ফুডস লি., সৈয়দ রিয়েল এস্টেট এ্যান্ড ডেভেলপারস লি., রিলায়েন্স শিপিং লাইনস, সৈয়দ কনস্ট্রাকশন লি., নীল সাগর এগ্রো ইন্ডাস্ট্রিজ লি., নীল পরিসাগর এগ্রো ইন্ডাস্ট্রিজ লি. (ফিড মিল ইউনিট), পারমা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, এমারেল্ড ড্রেস, বর্ষণ এগ্রো ইন্ডাস্ট্রিজ লি., আজবিহা এগ্রো ইন্ডাস্ট্রিজ লি.। মন্ত্রী জানান, বেসিক ব্যাংকে কেলেঙ্কারির ঘটনায় ২০১৪ সালের ৬ জুলাই অর্থ মন্ত্রণালয় তৎকালীন পরিচালনা পর্ষদ ভেঙ্গে একজন অভিজ্ঞ ব্যাংকারকে চেয়ারম্যান করে নতুন পরিচালনা পর্ষদ নিয়োগ করেছে। তিনি জানান, বাংলাদেশ ব্যাংক ২০১৪ সালের ২৫ মে বেসিক ব্যাংক কেলেঙ্কারিতে জড়িত তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক কাজী ফখরুল ইসলামকে অনিয়ম ও দুর্নীতির দায়ে চাকরি থেকে অপসারণ করে। এছাড়া দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রাথমিক অনুসন্ধান শেষে বিভিন্ন থানায় ৫৬টি ঋণগ্রহীতা প্রতিষ্ঠান, ৮টি সার্ভেয়ার প্রতিষ্ঠানের ১১ জন মালিক/ কর্মকর্তা এবং ২৭ জন ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে এফআইআর দাখিল করে। মামলাগুলো বর্তমানে তদন্তনাধীন রয়েছে।
×