ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ওয়ান ইলেভেন নিয়ে তদন্ত কমিশন চান মোহাম্মদ নাসিম

প্রকাশিত: ০৫:২০, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

ওয়ান ইলেভেন নিয়ে তদন্ত কমিশন চান মোহাম্মদ নাসিম

স্টাফ রিপোর্টার ॥ ওয়ান ইলেভেনের ষড়যন্ত্রকারীদের ভূমিকা তদন্তে কমিশন গঠনের দাবি জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, অতীতকে ভুলে যাওয়া সম্ভব নয়। অতীত থেকে যদি আমরা শিক্ষাগ্রহণ না করি তাহলে আমরা এগিয়ে যেতে পারব না। আজ অতীতের অন্ধকার থেকে বেরিয়ে আসতে হলে ওয়ান ইলেভেনে যা যা ঘটেছে, যে যা করেছে তা বের করতে হবে। তাহলে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না। তিনি বলেন, ফখরুদ্দিন-মইন উদ্দিন সরকার আমাকে দুই বছর কারাগারে আটকে রেখেছিল। মানসিক নির্যাতনে আমি অসুস্থ হয়ে পড়ি। এর দায় কে নেবে? ভুল স্বীকার করলেই তো দায়িত্ব শেষ হয়ে যাবে না। মঙ্গলবার দুপুরে রাজধানীর প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে সাউথ এশিয়ান নিউরো সার্জিক্যাল কংগ্রেস ও অষ্টম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। সাউথ এশিয়ান এ্যাসোসিয়েশন অব নিউরো সার্জনস ও বাংলাদেশ সোসাইটি অব নিউরো সার্জন যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে। সোসাইটি অব নিউরো সার্জনসের সভাপতি অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑ বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি অধ্যাপক ডাঃ মাহমুদ হাসান, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ, সাউথ এশিয়ান এ্যাসোসিয়েশন অব নিউরো সার্জনসের সভাপতি অধ্যাপক পাওয়ান কুমার সুলতানিয়া ও প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ইউপি দেবকোটা, বাংলাদেশ সোসাইটি অব নিউরো সার্জনসের সাধারণ সম্পাদক ডাঃ মোঃ রাজিউল হক প্রমুখ। মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যথাযথভাবেই বাস্তব সত্য খুব স্পষ্ট করে বলেছেন। যারা সে সময় ভিলেন ছিলেন তাদের অনেকে এখন হিরো হয়ে যাচ্ছেন। ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম এখন বলছেন তিনি ভুল করেছিলেন। তার এই ভুলের খেসারত কে দেবে? তার ভুলে তখন যারা শাস্তি পেয়েছেন, সামাজিক মর্যাদা নষ্ট হয়েছে, তাদের দায়িত্ব কে নেবে? ভুল স্বীকার করলেই দায়িত্ব শেষ হয়ে যাবে না। তিনি যদি সত্যই মনে করেন তার ভুল হয়েছিল তবে দায়িত্ব থেকে তার সরে দাঁড়ানো উচিত। তার পদত্যাগ করা উচিত। দুনিয়াতে এমন ঘটনা আরও ঘটেছে। এমন ভুল স্বীকার করে অনেকে পদত্যাগ করেছেন। তিনি বলেন, রাজনীতিবিদরা রাজনীতি করবেন, ডাক্তার সাহেবরা ডাক্তারি করবেন, সাংবাদিক বন্ধুরা সাংবাদিকতা করবেন। এটাই যথাযথ নিয়ম। যার যার সীমানা নির্দিষ্ট। কেউ সীমানা অতিক্রম করলে ভুল করাই স্বাভাবিক। ১/১১-এর সময় কিছু মানুষের নেতিবাচক ভূমিকার কারণে এক অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছেল। আজ যে ভুলের কথা বলা হচ্ছে এর পরিণাম কী হয়েছে? একজন মানুষকে জেলখানায় বন্দী থাকতে হয়েছে। আমাকে দুই বছর বন্দী অবস্থায় রাখা হয়েছে। নির্যাতনের কারণে আমি অসুস্থ হয়ে পড়েছি। কে ফিরিয়ে দেবে আমার সুস্থতাকে? আজ ভুল স্বীকার করলেই কি দায়িত্ব শেষ হয়ে যাবে? যেটি আমি প্রথম বলেছিলাম মাহমুদুর রহমানের সময়। দায়িত্বজ্ঞানহীন ব্যক্তির দায়িত্বে থাকার কোন সুযোগ নেই। তাকে পদত্যাগ করতে হয়। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১/১১-এর সময় শেখ হাসিনা ও খালেদা জিয়াকে চক্রান্ত করে রাজনীতি থেকে সরানোর চক্রান্ত করা হয়েছিল। কিছু অশুভ শক্তি ক্ষমতা দখল করতে চেয়েছিল। শেখ হাসিনা দক্ষতার সঙ্গে, যোগ্যতার সঙ্গে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন বাংলাদেশে। এখন তার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। দেশের স্বাস্থ্য ও চিকিৎসাসেবার উন্নতির খ-চিত্র তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাস্থ্য সেক্টরের উন্নয়ন আজ জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং বিশ্বের রোল মডেল হয়ে দাঁড়িয়েছে। স্বাস্থ্যবিষয়ক সহস্রাব্দ অর্জনে বাংলাদেশের বেশ অগ্রগতি হয়েছে। দেশের সর্বত্র বিস্তারলাভ করেছে ডিজিটাল স্বাস্থ্যসেবার নেটওয়ার্ক। এমন মজবুত অবকাঠামোর ওপর দাঁড়িয়ে বাংলাদেশের স্বাস্থ্যসেবা প্রদানের মাত্রার ব্যাপক বিস্তার ঘটেছে। বাংলাদেশের স্বাস্থ্যসেবার অবকাঠামো বিশ্বের উন্নয়নশীল দেশের মডেল হয়ে দাঁড়িয়েছে। জনবল বৃদ্ধি, অবকাঠামোর উন্নয়ন, মাতৃ ও শিশুমৃত্যু হ্রাস, ওষুধের সরবরাহ বৃদ্ধি, কমিউনিটি ক্লিনিক চালু , স্বাস্থ্য খাতে ডিজিটাল বাংলাদেশ কার্যক্রম ইত্যাদি উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করে সরকার। দেশের ৯৯ ভাগ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডপর্যায়ে রয়েছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা। বর্তমানে প্রতি মাসে ৮০ থেকে ৯০ লাখ মানুষ কমিউনিটি ক্লিনিক থেকে সেবা নেন। দেশে অনুর্ধ ১২ মাস বয়সের শিশুদের সকল টিকাপ্রাপ্তির হার ৮১ ভাগ। নিউরো রোগীদের চিকিৎসাসেবা দিতে রাজধানীর শেরেবাংলানগরে গড়ে তোলা হয়েছে অত্যাধুনিক নিউরো সায়েন্স হাসপাতাল। থানা ও জেলাপর্যায়েও নিউরো রোগীদের চিকিৎসার জন্য মজবুত অবকাঠামোসহ চিকিৎসকদের নতুন নতুন পদ সৃষ্টি করা হবে। পর্যাপ্ত চিকিৎসা উপকরণ সরবরাহ করা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
×