ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফখরুলের মামলাটি কেন কার্যতালিকায় উঠল না -তদন্তের নির্দেশ সিনহার

প্রকাশিত: ০৫:২০, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

ফখরুলের মামলাটি কেন কার্যতালিকায় উঠল না -তদন্তের নির্দেশ সিনহার

স্টাফ রিপোর্টার ॥ বিচার বিভাগ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের ব্যাখ্যা সংক্রান্ত মামলাটি কেন মঙ্গলবার আপীল বিভাগের কার্যতালিকায় অন্তর্ভুক্ত হলো নাÑতা তদন্তের নিদের্শ দিয়েছেন প্রধান বিচারপতি এসকে সিনহা। জঙ্গী সংগঠন শহীদ হামজা ব্রিগেডকে কোটি টাকা অর্থায়নের অভিযোগে গ্রেফতার সুপ্রীমকোর্টের আইনজীবী ব্যারিস্টার ফারজানা শাকিলকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছে সুপ্রীমকোর্টের চেম্বার জজ আদালত। একই সঙ্গে শুনানির জন্য আপীল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে আবেদনটি পাঠিয়ে দেয়া হয়েছে। ২৯ ফেব্রুয়ারি এ শুনানি অনুষ্ঠিত হবে। রোগীর ব্যবস্থাপত্রে ওষুধের জেনেরিক বা জাতিগত নাম লিখতে কেন আইন তৈরি করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। অন্যদিকে সুইজারল্যান্ডভিত্তিক বাংলাদেশী প্রতিষ্ঠান ‘এমএ্যান্ডএম’ এয়ার সি কার্গো লিমিটেডের পাঁচ মালিকসহ ১৬ জনের বিরুদ্ধে মুদ্রাপাচার ও কর ফাঁকির অভিযোগে রুল জারি করেছে হাইকোর্ট। মঙ্গলবার আপীল বিভাগ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ আদেশ প্রদান করেছে। বিচার বিভাগ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের ব্যাখ্যা সংক্রান্ত মামলাটি কেন মঙ্গলবার আপীল বিভাগের কার্যতালিকায় অন্তর্ভুক্ত হলো নাÑ তা তদন্তের নিদের্শ দিয়েছে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা। মঙ্গলবার আপীল বিভাগের রেজিস্ট্রার জেনারেলকে ডেকে নিয়ে তিনি এ তদন্তের নির্দেশ দেন বলে আদালতসূত্রে জানা গেছে। ফখরুলের ব্যাখ্যা সংক্রান্ত হলফনামা আইনজীবীর মাধ্যমে স্বাক্ষর না করায় ২২ ফেব্রুয়ারি সোমবার তা গ্রহণ করেনি আপীল বিভাগ। প্রধান বিচারপতি সোমবার বলেছেন, আইনজীবী নয় হলফনামায় তাকেই (ফখরুল) স্বাক্ষর করতে হবে। এ সময় ফখরুলের আইনজীবী সময় চাইলে আদালত তা মঞ্জুর করে মঙ্গলবার দিন ধার্য করে। কিন্তু আপীল বিভাগের আজকের কার্য তালিকায় অন্তর্ভুক্ত ছিল না এই মামলাটি। তাই কেন মামলাটি কার্যতালিকায় আসেনি প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (বিষয়টি) তদন্ত করার নির্দেশ দেন। গত ১৮ ফেব্রুয়ারি এ ব্যাখ্যা চায় আপীল বিভাগ। ওই দিন মির্জা ফখরুলের জামিন বিষয়ক শুনানি চলাকালে তাকে বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। গত ৭ ফেব্রুয়ারি ফখরুল সিলেটে বিএনপির সম্মেলনে দেয়া তার এক বক্তৃতায় বলেন, সরকার বিচার বিভাগকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এ বক্তব্যের বিষয়ে তার ব্যাখ্যা চাওয়া হয়েছে বলে আদালতসূত্র জানায়। জামিন স্থগিত ॥ জঙ্গী সংগঠন শহীদ হামজা ব্রিগেডকে কোটি টাকা অর্থায়নের অভিযোগে গ্রেফতার সুপ্রীমকোর্টের আইনজীবী ব্যারিস্টার ফারজানা শাকিলকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছে সুপ্রীমকোর্টের চেম্বার জজ আদালত। একই সঙ্গে শুনানির জন্য আপীল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে আবেদনটি পাঠিয়ে দেয়া হয়েছে। ২৯ ফেব্রুয়ারি এ শুনানি অনুষ্ঠিত হবে। ওষুধের জেনেরিক নাম ॥ রোগীর ব্যবস্থাপত্রে ওষুধের জেনেরিক বা জাতিগত নাম লিখতে কেন আইন তৈরি করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে স্বাস্থ্য সচিব, মহাপরিচালক ওষুধ প্রশাসন, মহাপরিচালক স্বাস্থ্য, মেড্যিাকল এ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতিসহ চারজনকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। ৫ মালিকের বিরুদ্ধে রুল জারি ॥ সুইজারল্যান্ডভিত্তিক বাংলাদেশী প্রতিষ্ঠান ‘এমএ্যান্ডএম’ এয়ার সি কার্গো লিমিটেডের পাঁচ মালিকসহ ১৬ জনের বিরুদ্ধে মুদ্রাপাচার ও কর ফাঁকির অভিযোগে রুল জারি করেছে হাইকোর্ট।
×