ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঢাকার আকাশে সৌদিয়া এয়ারের বিমান ছিনতাইয়ের আশঙ্কা

প্রকাশিত: ০৫:১৭, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

ঢাকার আকাশে সৌদিয়া এয়ারের বিমান ছিনতাইয়ের আশঙ্কা

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের আকাশসীমায় যে কোন সময় সৌদিয়া এয়ারলাইন্সের বিমান ছিনতাই বা বোমা হামলার আশঙ্কা করছে ঢাকায় সৌদি দূতাবাস। ঢাকায় সৌদি দূতাবাসের কর্মকর্তারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে এ আশঙ্কা প্রকাশ করেছেন। এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়েছে। ইরানের রেভ্যুলেশনারি গার্ডের নেতৃত্বে এ হামলা বা ছিনতাই হতে পারে বলেও তারা জানিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ অভিযোগের সত্যতা স্বীকার করে জনকণ্ঠকে বলেছেন, দিন কয়েক আগে ঢাকায় সৌদি দূতাবাসের কর্মকর্তারা এসে আমার সঙ্গে দেখা করার সময় এ ধরনের উদ্বেগ বা আশঙ্কা প্রকাশ করেন। আমি তাৎক্ষণিক সেটা বিমান মন্ত্রণালয়কে জানিয়েছি। এখন বিমানবন্দরেরর নিরাপত্তা নিয়ে তারা কাজ করছে। তবে বিমানমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন- এটা এখনও আমার নোটিসে আসেনি। এলে তো জানতাম। এখন পর্যন্ত সচিব বা অন্য কোন কর্মকর্তা আমাকে এমন কিছু অবহিত করেনি। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, গত ২৪ জানুয়ারি ঢাকার সৌদি দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়কে লেখা এক নোট ভারবালে এমন আশঙ্কার কথা জানিয়েছে। এতে বলা হয়- সৌদি এয়ারলাইন্সের যে কোন ফ্লাইট ছিনতাই বা বোমা হামলা চালানোর পরিকল্পনা তত্ত্বাবধান করছে ইরানের রেভ্যুলেশনারি গার্ড। ওই পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এতে বিমান ছিনতাইয়ের পরিকল্পনার কিছু চিত্র, কারা কারা এ কর্ম ঘটাতে পারে তাদের নাম উল্লেখ করা হয়েছে। জানা যায়, সৌদি দূতাবাসের নোট ভারবালের ভিত্তিতে ৩১ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবকে একটি চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পশ্চিম ও মধ্য এশিয়া বিভাগের সহকারী সচিব এবিএম সারওয়ার-ই-আলম সরকার স্বাক্ষরিত চিঠিতে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটের যাত্রী ও তাদের লাগেজের ওপর কার্যকর তল্লাশি প্রক্রিয়া কঠোরভাবে অনুসরণ করার অনুরোধ করা হয়েছে। সৌদি দূতাবাস কেন এমন আশঙ্কা করছে জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, সৌদি আরবের এখন নানা সমীকরণ রয়েছে। বিশেষ করে সন্ত্রাসবিরোধী ৩২ দেশের জোট করার পর থেকেই আইএসসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য জঙ্গী সংগঠনগুলো বেশ ক্ষুব্ধ। বাংলাদেশ তো ওই জোটেরও সদস্য। হতে পারে ইরানের রেভ্যুলশনারি গার্ডও একই কারণে ক্ষুব্ধ। তবে এটা শুধু বাংলাদেশ নয়, যে সব দেশে সৌদি এয়ারলাইন্সের বিমান চলাচল করে সে সব দেশেই এ ধরনের আশঙ্কা থেকে বাড়তি নিরাপত্তার ব্যবস্থার অনুরোধ করেছে। ঢাকা বিমানবন্দরে তো ইতোমধ্যে নিরাপত্তা ব্যবস্থা বেশ জোরদার করা হয়েছে। সেটা সৌদি দূতাবাসকেও অবহিত করা হয়েছে।
×