ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাংলাদেশকে ফাইনালে দেখতে চাই ॥ পাইলট

প্রকাশিত: ০৪:৩৫, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

বাংলাদেশকে ফাইনালে দেখতে চাই ॥ পাইলট

প্রশ্ন : আজ থেকে শুরু এশিয়া কাপে বাংলাদেশের সম্ভাবনা কেমন দেখছেন? খালেদ মাসুদ পাইলট : যেহেতু খেলাগুলো টি-২০ ফরমেটে হচ্ছে তাই বাংলাদেশের সামনে খুব ভাল সম্ভাবনা দেখছি আমি। কারণ বাংলাদেশ অনেকদিন ধরেই ভাল ক্রিকেট খেলে আসছে। তাছাড়া নিজেদের মাঠ, পরিচিত পরিবেশ সব কিছু টাইগারদের পক্ষেই থাকবে। গত বছর ঘরের মাঠে টানা সিরিজ জয়ের সুখ স্মৃতিও তাদের উজ্জীবিত রাখবে বলে আমি বিশ^াস করি। প্রশ্ন : কিন্তু টুর্নামেন্টটি টি-২০ ফরমেটে হচ্ছে বলেই তো এক ধরনের শঙ্কা আছে অনেকের মনে... পাইলট : আমি কিন্তু এমনটা বিশ^াস করি না। হয়ত বাংলাদেশ আগে টি-২০ তে খুব বেশি মনোযোগী ছিল না যতটা তারা ওয়ানডেতে ছিল। কিন্তু শেষ দুই মাস তারা টি-২০ নিয়ে অনেক কাজ করেছে। এই সময়ে দল যেভাবে প্রস্তুতি নিয়েছে, বিপিএলের মতো টুর্নামেন্ট হয়েছে, সবকিছু মিলিয়ে এবার বাংলাদেশের প্রস্তুতি অতিতের যে কোন সময়ের চেয়ে ভাল মনে হচ্ছে আমার কাছে। আশা করি বাংলাদেশ টিম এবার টি-২০’র আগের সেই ধারা পরিবর্তন করতে সক্ষম হবে। প্রশ্ন : সেক্ষেত্রে বাংলাদেশ কতদূর যাবে বলে মনে হচ্ছে? পাইলট : আমি তো ফাইনালে খেলার আশাবাদী। আর সেটা অসম্ভব কিছু নয়। বাংলাদেশ সাম্প্রতিক ফর্মের কথা তো বললামই। এছাড়া অধিনায়ক মাশরাফির নেতৃত্বে দলটাকে অনেক শৃঙ্খলও মনে হয় আমার কাছে। প্লেয়ারদের কাছ থেকে সেরাটা বের করে নেয়ার ক্ষমতা তাঁর আছে। সতীর্থ হিসেবেও তাকে আমি কাছ থেকে দেখেছি। এছাড়া এবারের বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যানেজার হিসেবেও অধিনায়ক মাশরাফিকে আরও ভাল করে দেখেছি এবং বুঝেছি। সেই দিক বিবেচনা করেই বলব ভাল কিছুই করবে বাংলাদেশ। প্রশ্ন : বিশ^কাপের আগে এশিয়া কাপকে প্রস্তুতির ক্ষেত্র বলবেন, নাকি এটাকে সম্পূর্ণ আলাদা একটি টুর্নামেন্ট হিসেবেই দেখছেন? পাইলট : বিশ^কাপ এবং এশিয়া কাপ সম্পূর্ণ আলাদা। তারপরও বিশ^কাপের আগে এই টুর্নামেন্ট খুব কাজে লাগবে। বিশ^কাপের আগে এটা আরেকটা বিশ^কাপ যাকে মিনি বিশ^কাপও বলতে পারেন। বাকি দলগুলো ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান সবই খুব ভাল দল। এখানে ভাল করলে অবশ্যই বিশ^কাপে আত্মবিশ^াস অনেক উপরে থাকবে। প্রশ্ন : ভারতের বিপক্ষে আজকের ম্যাচটি নিয়ে কি ভাবছেন? পাইলট : ভারতের বিপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক ফর্ম কিন্তু অনেক ভাল। সর্বশেষ খেলা ওয়ানডে সিরিজেই ওদের আমরা পরাজিত করেছি। তবে লক্ষ্য রাখতে হবে খেলোয়াড়দের মাথার মধ্যে এই জিনিসটি যেন না ঢুকে যে আমরা টুয়েন্টি-২০ তে ভাল না, ওয়ানডেতে ভাল। আমি বলতে চাই ক্রিকেটাররা নির্ভার থেকে উপভোগ করুক ম্যাচটাকে। পরিকল্পনা করে খেলাটা জরুরী হবে। ধর্য ধরে বড় ইনিংস খেলার দিকে মনযোগী হতে হবে ব্যাটসম্যানদের। ম্যাচের যে কোন পরিস্থিতিতে প্রাপ্য সুযোগগুলোকে কাজে লাগাতে হবে। তবেই ওদের বিপক্ষে জয় পাওয়া সহজ হবে। প্রশ্ন : জিম্বাবুইয়ের বিপক্ষে শেষ দুটি আন্তর্জাতিক ম্যাচে কিন্তু পরজয়ের স্মৃতি থাকছে... পাইলট : ওই ম্যাচটি বেশি পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে বলেই ওমন হয়েছে। অতিরিক্ত পরীক্ষায় যা হওয়ার তাই হয়েছে। আমার মনে হয় না ওটা নিয়ে এখন দলের কেউ মাথা ঘামাচ্ছে। জিম্বাবুইয়ে বলেন আর যে প্রতিপক্ষই বলেন না কেন একটা টিমের পাঁচজন খেলোয়াড় পরিবর্তন মোটেও উচিত নয়। দুইজন বা সর্বোচ্চ তিনজন প্লেয়ার পরিবর্তন হতে পারে। সেখানে এতগুলো প্লেয়ার পরিবর্তন করে টিমের স্পিরিটাই তখন নষ্ট করে ফেলা হয়েছিল। কোন প্লেয়ার যখন দলে প্রথম খেলে তখন তারা শুধু নিজেদের চিন্তা করে যে কিভাবে আমি আমার টিমটিকে জিতাব। নিজের কথা চিন্তা করতে গিয়ে টিমের রেজাল্ট ভাল হয় না। এই থেকে বাংলাদেশ বড় ধরনেরই শিক্ষা নিয়েছে বলেই আমি মনে করি। প্রশ্ন : তামিম ইকবালকে এই টুর্নামেন্টে পাওয়া যাচ্ছে না। তার অভাবটা আমরা কিভাবে পুষিয়ে নিতে পারি? পাইলট : নিঃসন্দেহে তামিম বাংলাদেশের অন্যতম সেরা একজন ব্যাটসম্যান। যেহেতু পরিবার নিয়ে খুব গুরুত্বপূর্ণ মুহূর্তের মধ্যে যাচ্ছে তামিম (বাবা হচ্ছেন তিনি), সে কারণেই তিনি নেই এই টুর্নামেন্টে। তার পরিবর্তে এখন যারা আছে তারাও অনেক ভাল প্লেয়ার। নতুন যারা খেলবে তাদের জন্য বড় সুযোগ এই সময়টা কাজে লাগানোর। আশা করি তারা ভাল করবে। প্রশ্ন : এশিয়া কাপে আপনার দৃষ্টিতে কারা ফেবারিট? পাইলট : আমি বাংলাদেশের পর ভারতকে এগিয়ে রাখতে চাই। প্রশ্ন : তার মানে বাংলাদেশকেই আপনি বেশি এগিয়ে রাখছেন? পাইলট : আমি বাংলাদেশকেই এগিয়ে রাখব। যেহেতু হোমে খেলা তাই আলাদা এডভান্টেজ থাকবে টাইগারদের। সেসঙ্গে টি-২০ খেলায় ছোট এবং বড় টিমের মধ্যে কোন পার্থক্য নেই। বাংলাদেশ যদি আজকের ম্যাচটি জিতে খেলার মোমেন্টামটা তৈরি করে নিতে পারে, তবে আমি মনে করি শিরোপার দৌড়ে বাংলাদেশ সবার থেকে এগিয়ে থাকবে। এরপর আমি ভারতকে রাখব।
×