ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা

নিজেদের দিনে সব কিছুই সম্ভব

প্রকাশিত: ০৪:৩১, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

নিজেদের দিনে সব কিছুই সম্ভব

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ানডে খেলা হলে হয়ত বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা সরাসরিই বলে দিতে পারতেন, ‘আমরা জয়ের জন্যই নামব।’ কিন্তু আজ যে ভারতের বিপক্ষে এশিয়া কাপের ম্যাচটিতে খেলতে নামবে বাংলাদেশ, সেটি হবে টি২০ ফরমেটে। যে ফরমেটে বাংলাদেশ এখনও দুর্বল দলই! আর তাই মাশরাফি কোনভাবেই, ‘জেতার চেষ্টা করব’, ‘জিততেই নামব’; জাতীয় কথাবার্তা বলতে পারেননি। শুধু বলতে পেরেছেন, ‘নিজেদের দিনে যে কোন কিছুই হতে পারে।’ দলের হার-জিতের চেয়ে অবশ্য মঙ্গলবার নগরীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে মুস্তাফিজ নিয়েই বেশি প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে মাশরাফিকে। এ মুহূর্তে সেরা পেসার যে মুস্তাফিজই। ভারতের বিপক্ষে যখন ম্যাচ, তখন মুস্তাফিজ কী চাপ অনুভব করছেন? মাশরাফিই সেই জবাব দিলেন, ‘একটা সুবিধা হচ্ছে মুস্তাফিজ এগুলো সম্পর্কে কিছুই জানে না। আর জানলেও ও এগুলো নিয়ে চিন্তা করে না। আমি শতভাগ সিউর। ওকে নিয়ে যত কথা হচ্ছে সেগুলো নিয়েও কিছুই কানে দেয় না। এটা মোটেও কঠিন কাজ না যে মুস্তাফিজকে নিয়ে কথা হচ্ছে। আর ও এটা নিয়ে প্রেসার নেবে। আর ও প্রেসার নেয়ার ছেলেও না। এটা ওর জন্মগত পাওয়া। আমি সব সময়ই বলে থাকি মুস্তাফিজ যেটা পারবে সেটা অন্য কারও পারা কঠিন হবে। কিন্তু আমরা সবাই সাপোর্টিং রোলে থাকি এবং ভুলগুলোকে কম করতে পারি তাহলে নিশ্চিতভাবেই আমরা ভাল করতে পারি।’ মুস্তাফিজকে নিয়ে মাশরাফি আরও বলেন, ‘মুস্তাফিজের ফিল্ড প্লেসমেন্ট নিয়ে অনেক আগের থেকেই ডিল করছি। এটা আমাদের জন্য নতুন কোন চ্যালেঞ্জ না। আর যেটা হচ্ছে মুস্তাফিজকে নিয়ে সবাই যেটা চিন্তা করছে, সে সম্পূর্ণ বিপরীত। ও চিন্তার পুরো বাইরে। অনেক সময় দেখা যায় অনেকেই বাইরে আলোচনা করলে ওগুলো নিয়ে মাথা ঘামায়, চিন্তা করে। মুস্তাফিজ সম্পূর্ণ উল্টো। ক্রিকেট মাঠে বোলিং করে, ম্যাচটি খেলে এর বাদে ক্রিকেট নিয়ে ওর কোন কথা নেই। খেয়ালও করে না যে ওকে নিয়ে কোন কথা হচ্ছে কি হচ্ছে না।’ মুস্তাফিজের না কি ভাল করার আত্মবিশ্বাস সবসময় থাকে। মাশরাফি তাই দেখেছেন, ‘মুস্তাফিজের সব সময় আত্মবিশ্বাস থাকে। ওর যেই সেøায়ারটা আছে যেটা আমরা বলি কাটার ও সেটা বিভিন্নভাবে করতে পারে। একটা ম্যাচের আগে ও কখনই একটা ব্যাটসম্যান কিংবা কোন দল নিয়ে চিন্তা করে না। ও ওর পারফর্মেন্সটাকেই বিশ্বাস করে। ওর যে বলগুলো আছে সেগুলোকে ওর বিশ্বাস থাকে, ব্যাটসম্যান কি করবে সেটা চিন্তা করে না। এটা ওকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। যুদ্ধে জয়ী করে দেয়। ওর উপর ও অনেক বিশ্বাস রাখে। এবং ওর যেটা আছে সেটা নিয়ে আপনি হোম ওয়ার্ক করতে পারেন। কিন্তু খুব কঠিন হবে।’ এশিয়া কাপটি টি২০ বিশ্বকাপের জন্য মহাগুরুত্বপূর্ণ। সেটি স্মরণ করিয়ে দিলেন মাশরাফি, ‘পরীক্ষার কথা যেটা বললেন সেটা ওই সময়ে দরকার ছিল। এখন এ পর্যায়ে সেই সুযোগ নেই। এখন আমরা এমন একটা টুর্নামেন্টে যাচ্ছি যেটা শুধু এ টুর্নামেন্টেই না বিশ্বকাপের জন্যও গুরুত্বপূর্ণ। আমি মনে করি এখানে পরীক্ষার কোন সুযোগ নেই। অবশ্যই আমরা তামিম ইকবালকে মিস করব। এখন ফর্মে আছে সেজন্য না; ও আমাদের সেরা পারফর্মার সব সময় ছিল। সে জায়গা থেকে ওকে মিস করব। এখন যারা আছে মিঠুন, সৌম্য, ইমরুল অনেক খেলেছে, মিঠুন এখনও তরুণ। অভিজ্ঞতা না থাকলেও সে এ রকম চাপ নিতে পারবে। এজন্য সে দলে আছে। আমার মনে হয় না এগুলো নিয়ে কোন সমস্যা আছে।’ ভারতের বিপক্ষে কখনই না জিতলেও জেতা সম্ভব। তা ইঙ্গিতে হলেও মনে করছেন মাশরাফি, ‘ভারত বিশ্বের অন্যতম সেরা একটি দল। ওদের হারাতে গেলে আমাদের তিন বিভাগেই আপ টু মার্ক থাকতে হবে। আমরা আত্মবিশ্বাস নিয়ে ম্যাচটি খেলতে পারি। ফল কি হবে সেটা নিয়ে চিন্তা করার থেকে ভাল খেলা গুরুত্বপূর্ণ। আমরা সেটাই চিন্তা করছি। আর নিজেদের দিনে যে কোন কিছুই হতে পারে।’ খুলনা, চট্টগ্রাম পর্ব শেষে ঢাকায় অনুশীলন করছে মাশরাফিরা। এ ট্রেনিং নিয়ে মাশরাফি বলেন, ‘সত্যিকার হচ্ছে খুলনা ও চট্টগ্রামে যে ট্রেনিং ক্যাম্পটি করা হয়েছে সেটা মূলত অনুর্ধ ১৯ বিশ্বকাপের জন্য। আমরা সবার থেকে দূরে যেতে চেয়েছি সে জন্য না। আমরা মাঠ পাইনি বলে সেখানে করেছি। দ্বিতীয় কথা আমরা ওখানে ব্যক্তিগত ও বিশেষ কিছু অনুশীলন করেছি যেটা এখানে হলেও করতাম। যেটা হয়েছে আমাদের মনযোগ পুরোপুরি ছিল। আমি আশা করছি আমরা যে প্রস্তুতি নিয়েছি সেটা মাঠে রূপ দেয়াটা খুব গুরুত্বপূর্ণ। সেটা করতে পারলে খুব ভালই হবে।’ এ মুহূর্তে কোন ব্যর্থতা নিয়েই ভাবতে রাজি নন মাশরাফি। শুধুই সামনে এগিয়ে যেতে চান। বলেছেন, ‘এ মুহূর্তে আমরা একটা জিনিস নিয়ে ভাবতে পারি, ব্যর্থতা নিয়ে না ভেবে ক্রিকেট খেলা। টি২০তে পারিনি এটা সত্যি কথা। পারিনি সব সময় ভেবে খেলতে থাকলে কখনই পারব না। আমরা যেটা চেষ্টা করছি ব্যর্থতা নিয়ে না ভাবা। যেটা আমরা ওয়ানডেতে করে আসছি। আমরা যদি এটা করতে পারি অবশ্যই আমরা ভাল করব। এটা হতে পারে এখন থেকেই। আবার কিছুদিন পরও হতে পারে। এ মুহূর্তে যেটা দরকার মাঠে কি হবে, ব্যর্থ হলে কি হবে এগুলো না ভেবে খেলা।’
×