ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সব দলকেই হুমকি মানছেন কোহলি

প্রকাশিত: ০৪:৩১, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

সব দলকেই হুমকি মানছেন কোহলি

স্পোর্টস রিপোর্টার ॥ ফরমেটটা টি২০। এ কারণেই কোন দলকেই সহজভাবে দেখার সুযোগ নেই। যে কোন মুহূর্তে ম্যাচের পরিস্থিতি পাল্টে যেতে পারে। তাই সবদলই ভয়ঙ্কর টি২০ ফরমেটে। সে কারণে প্রতিপক্ষ সব দলকেই হুমকি হিসেবে দেখছেন ভারতীয় সহ-অধিনায়ক বিরাট কোহলি। বাংলাদেশ কিংবা পাকিস্তান কোন দলকেই আলাদাভাবে বিশ্লেষণ না করে সব প্রতিপক্ষের বিপক্ষে জয়ের জন্যই নামবে দল এমনটাই জানিয়েছেন তিনি। কারণ আসন্ন বিশ্বকাপের আগে নিজেদের পরীক্ষা করার দারুণ সুযোগ এশিয়া কাপ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও চ্যালেঞ্জিং টুর্নামেন্ট হবে বলে আশা করছেন কোহলি। তবে বাংলাদেশের তরুণ পেসার মুস্তাফিজুর রহমানকে এই এশিয়া কাপের ‘বড় ফ্যাক্টর’ বলে মনে করছেন তিনি। এই তরুণের ভূয়সী প্রশংসা করেছেন কোহলি মঙ্গলবার রাজধানীর এক হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে। এশিয়া কাপের সর্বশেষ দুই আসর ভাল যায়নি ভারতের। ফাইনালেই উঠতে পারেনি। তবে এবার ফরমেটটা ক্রিকেটের ক্ষুদ্রতম টি২০! ভারত বর্তমানে বিশ্বের এক নম্বর র‌্যাঙ্কিংধারী এ ফরমেটে। তবু কোন প্রতিপক্ষকেই ছোট করে দেখার সুযোগ নেই। এ বিষয়ে কোহলি বলেন, ‘বিশ্বকাপের আগে উপমহাদেশের শক্তিশালী দলগুলোর বিপক্ষে এশিয়া কাপ খেলাটা খুব গুরুত্বপূর্ণ একটা পর্যায়। এটা নিজেদের পরীক্ষা করার জন্য আমাদের দারুণ সুযোগ। কারণ পরিবেশটা বিশ্বকাপের সময় প্রায় একই থাকবে। তাই এটা একটা চ্যালেঞ্জ হবে এবং আমার মনে হয় খুব ভাল অভিজ্ঞতাও হবে। বিশ্বকাপে যাওয়ার আগে সাদৃশ্যপূর্ণ এ পরিবেশ আমাদের শক্তিমত্তা, দুর্বলতা যাচাইয়ের পাশাপাশি দল কি অবস্থায় আছে সেটা বিশ্লেষণ করা সম্ভব হবে।’ ভারতের প্রথমদিনেই প্রতিপক্ষ স্বাগতিক বাংলাদেশ। আছে সহযোগী সদস্য দেশ আরব আমিরাতও। তারা বাছাই খেলে উঠতি ক্রিকেট শক্তি আফগানিস্তানকে পেছনে ফেলে এসেছে। প্রতিপক্ষদের নিয়ে কোহলি বলেন, ‘টি২০ ফরমেটে সব দলই ভয়ঙ্কর। আমি মনে করি না নির্দিষ্ট কোন একটা দল বাড়তি সুবিধা পাবে। নিজেদের দিনে যে কোন দলই অন্য দলকে হারাতে পারে। আমরা যে কোন দলকেই বড় হুমকি হিসেবে দেখছি। আপনি যদি দুই তিনটি দল নিয়ে হিসেব করেন সেক্ষেত্রে অন্য যে কারও কাছে হেরে যেতে পারেন।’ এরপর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষেও খেলতে হবে। কিন্তু সেটাকে বাড়তি কোন চাপ হিসেবে দেখছেন না কোহলি। তিনি বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে খেলা এখন পর্যন্ত যতটুকু বুঝতে পারছি আমার জন্য তেমন কোন বৈপরীত্য নেই। কারণ যখন আপনি মাঠে নামবেন, ক্রিকেট খেলতেই নামবেন। পাকিস্তান শক্তিশালী দল। আমরা অন্যদলগুলোর বিপক্ষে যেমন ভাল করতে চাই তাদের বিপক্ষেও সেটাই করতে চাই। সাধারণত ম্যাচ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয় কারণ দক্ষতাসম্পন্নরা আমাদের এবং তাদের দলে আছে।’ বাংলাদেশ দল প্রতিপক্ষ হিসেবে কেমন হবে? নিজেদের মাঠে ভারতীয়দের মুখোমুখি হবে তারা। এ বিষয়ে কোহলি বলেন, ‘আমি মনে করি উভয় দলই যথেষ্ট শক্তিশালী। কিন্তু আমরা প্রতিপক্ষের শক্তির দিকে খুব বেশি মনোযোগ দিচ্ছি না, কারণ নিজেদের শক্তিমত্তা দিয়ে আমাদের সব ম্যাচ জিততে হবে। আমাদের মনোযোগটা সেদিকেই থাকবে।’ কিন্তু এবারের এশিয়া কাপে বাংলাদেশ দলের জন্য বড় ধরনের অবস্থা পরিবর্তনকারী হবেন মুস্তাফিজ এমনটাই মনে করেন কোহলি। তিনি এ বিষয়ে বলেন, ‘মুস্তাফিজ গত এক বছরে দুর্দান্ত ক্রিকেট খেলেছে। এত অল্প বয়সী একজন বোলারকে এভাবে বোলিং করতে দেখাটা সত্যিই রোমাঞ্চকর। আমার বিশ্বাস এই টুর্নামেন্টেও বাংলাদেশের জন্য মুস্তাফিজ হতে যাচ্ছেন বড় ফ্যাক্টর। বাংলাদেশের মতো কন্ডিশনে একজন পেসার যদি ৪-৫ উইকেট নিয়ে ব্যাটসম্যানদের বিপাকে ফেলতে পারে, তখনই খেলাটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে ওঠে। এই ছেলেটার (মুস্তাফিজের) আলাদা এক ধরনের দক্ষতা আছে। আমাদের সেভাবেই প্রস্তুতি নিতে হবে, তাকে সামলানোর জন্য ভিন্ন যা কিছু করার করতে হবে। এমন বোলারের বিপক্ষে ব্যাটসম্যানদের চ্যালেঞ্জ থাকে। তবে এই চ্যালেঞ্জের মাধ্যমে ব্যাটসম্যানদের ব্যাটিং আরও বিকশিত করা সম্ভব। মুস্তাফিজের মতো বোলাররা ক্রিকেটের জন্য দারুণ গুরুত্বপূর্ণ।’ অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি হঠাৎ করেই পিঠের ব্যথায় আক্রান্ত হয়েছেন। তার খেলা নিয়ে আছে সংশয়।
×