ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গাজীপুরে পরিবেশ দূষণের প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশিত: ০৪:৩০, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

গাজীপুরে পরিবেশ দূষণের প্রতিবাদে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ২৩ ফেব্রুয়ারি ॥ গাজীপুরের ভাওয়াল মির্জাপুরে রেডিয়েন্টসহ টায়ার পোড়ানো কয়েকটি কারখানার নির্গত বিষাক্ত বর্জ্যে এলাকার পরিবেশ দূষণের প্রতিবাদে এবং কারখানা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পরিবেশ বাঁচাও আন্দোলেন এবং এলাকাবাসীর উদ্যোগে এসব কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, পরিবেশ বাঁচাও আন্দোলনের সমন্বয়ক আতিক মোর্শেদ, জাহাঙ্গীর আলম, বাবুল হোসেন, শাজাহান সিরাজ। বক্তারা বলেন, গাজীপুরের পূবাইলে টায়ার পোড়ানোর কারখানায় সম্প্রতি ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় পথচারী স্কুল শিক্ষিকাসহ ৭জনের প্রাণহানি হলেও বন্ধ হচ্ছে না ভাওয়াল মির্জাপুর এলাকার রেডিয়েন্ট রিনিউয়্যাবল এনার্জি লিমিটেডসহ বিষাক্ত ধোঁয়া নির্গমনকারী কয়েকটি কারখানা। এসব কারখানায় পুরাতন টায়ার পুড়িয়ে ও গলিয়ে ফার্নেস ওয়েলসহ বিভিন্ন কেমিক্যাল উৎপাদন করা হয়। কারখানার উৎপাদন শুরু হলে প্রচুর দুর্গন্ধযুক্ত কালো ধোঁয়া বের হয়, যা মানবদেহের ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। টায়ার পোড়ানো এসব কারখানা থেকে নির্গত বায়ু দূষণকারী সালফার ডাই-অক্সাইড ও নাইট্রোজেন অক্সাইডসমূহ এবং রবারের অতিক্ষুদ্র কণা বাতাসে ছড়িয়ে পড়ে। এসব পদার্থ মানবদেহ এবং পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এতে মানব ও পশু-পাখির দেহে বিভিন্ন রোগ দেখা দিচ্ছে এবং ফল, ফসল ও উদ্ভিদের ব্যাপক ক্ষতিসাধন হচ্ছে। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবরে একটি স্মারকলিপি জমা দেয়া হয়। ভাঙ্গায় সংঘর্ষে কৃষক নিহত নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২৩ ফেব্রুয়ারি ॥ ফরিদপুরের ভাঙ্গায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও ২৫ জন আহত হয়েছে। মঙ্গলবার সকালে সংঘর্ষের এ ঘটনা ঘটে উপজেলার আলগী ইউনিয়নের বালিয়াচরা গ্রামে। স্থানীয় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বালিয়াচরা গ্রামের বিলাল শেখের সঙ্গে বাকলেছ হরকরার দ্বন্দ্বের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক গ্রেফতার স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন স¤্রাটকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ২ টার দিকে সিরাজদিখানে নীমতলা থেকে তাকে প্রেফতার করে সিরাজদিখান থানা পুলিশ। অবরোধ কর্মসূচীতে পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার সে পলাতক আসামি। পুলিশ, জানান, ২০১৩ সালের ৫ জানুয়ারির জাতীয় নির্বাচনপূর্ব বিএনপির ডাকা অবরোধ কর্মসূচীতে পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় দীর্ঘ দিন ধরে আত্মগোপনে ছিলেন।
×