ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পদ্মার ইলিশ লাঠিয়াল বাহিনীর দখলে

প্রকাশিত: ০৪:২৯, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

পদ্মার ইলিশ লাঠিয়াল বাহিনীর দখলে

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ পদ্মায় ইলিশ ধরা নিয়ে দু’দিন ধরে উত্তেজনা বিরাজ করছে। মঙ্গলবার লাঠিসোটা আর দেশীয় অস্ত্র নিয়ে কয়েক শ’ সন্ত্রাসী পদ্মা নদী হতে জেলেদের তাড়িয়ে দিয়েছে। ‘জাল যার, জলা তার’ সরকারের এ নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এর আগে নদী ভাগ করে নিয়েছিলেন লৌহজং উপজেলার পদ্মার চরের প্রভাবশালী হামিদ মাদবরের ছেলে ফারুক মাদবর। তারও আগে স্থানীয় মুরব্বিদের কাছে নদী ভাগ করে দিতে দাবি জানালে সেখানে পাত্তা না পেয়ে নিজেই সীমানা নির্ধারণ করে নদী ভাগ করে নিয়েছিলেন ইলিশ মাছ ধরার জন্য। নিজের জেলে নৌকা না থাকলেও জেলেদের প্রতি জুলুম নির্যাতন করে নদী ভাগ করে নিয়ে স্থানীয় জেলেদের মাছ ধরতে দিচ্ছিলেন না তার নির্ধারিত সীমানা এলাকায়। বেলা ১২টার দিকে কয়েক শ’ লোকজন, লাঠিসোটা আর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ফারুক মাদবর লৌহজংয়ের পদ্মায় স্থানীয় জেলেদের তাড়া করে পদ্মা নদী হতে উঠে আসতে হুমকি ধমকি দেয়। এতে ভীত হয়ে জেলেরা চলে আসে। তাদের রুটি রুজি বন্ধ হয়ে গেছে। জানা যায়, ফারুক মাদবর ও তার পরিবারের প্রতি লৌহজংয়ের পদ্মার চরের বিস্তীর্ণ ভূমি দখলের অভিযোগ রয়েছে। ভূমি দস্যুতা করে তারা শতাধিক একর জমি দখল করে রেখেছে পদ্মার চরে। চর দখলের পরে এবার তারা শুরু করেছেন জলদস্যুতা। তার অত্যাচারে গত কয়েক দিন ধরে স্থানীয় জেলেরা ঠিকমতো পদ্মায় ইলিশ ধরতে পারছিলেন না। সিবোট দিয়ে নদীতে পাহাড়া দিচ্ছে ফারুখ মাদবরের লোকজন। নদীতে মাছ ধরতে গেলেই জেলেদের প্রতি চালানো হয় আক্রমণ। গত শুক্রবার নদীতে মাছ ধরতে গিয়ে জেলেরা পদ্মায় জাল ফেলতে পারেনি। ফারুক মাদবর ও তার লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে জেলেদের উপর হামলা চালিয়েছে। এতে মোÑ মোস্তফা মাঝি (৪৫) ও শাহীন মোল্লা (৩৫) নামে দুই জেলে গুরুতর আহত হয়েছেন। মোস্তফার একটি হাত ভেঙ্গে গেছে। আর শাহীন মোল্লা গুরুতর আহত অবস্থায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তিনি চিরতরে পঙ্গু হয়ে যেতে পারে বলে তার চিকিৎসক জানিয়েছেন। নিজের জাল না থাকলেও ফারুক মাদবর তার সন্ত্রাসী বাহিনী দিয়ে পদ্মা দখলে নিতে মাসাধিককাল ধরে চেষ্টা চালিয়ে আসছিল।
×