ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যুক্তরাষ্ট্রে ‘স্মারক সিলমোহর’

প্রকাশিত: ০৪:২৮, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

আন্তর্জাতিক মাতৃভাষা  দিবসে যুক্তরাষ্ট্রে  ‘স্মারক সিলমোহর’

বিডিনিউজ ॥ নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সামনে ‘অমর একুশ’ উদযাপনের ২৫ বছর পূর্তিতে যুক্তরাষ্ট্র ডাক বিভাগের চালু করা একটি বিশেষ সিলমোহরের ব্যবহার শুরু হয়েছে। ২২ ফেব্রুয়ারি নিউইয়র্কের জ্যাকসন হাইটস পোস্ট অফিসে সব চিঠিপত্রে এই ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মারক সিলমোহর’ ব্যবহার শুরু হয়। এর আগে বিশেষ এই স্মারক সিলমোহর উন্মোচন করেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ শামীম আহসান। এ খবর জানিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তথ্যমন্ত্রীসহ ১১ বিশিষ্টজনের কাছে পাঠানো চিঠির খামে এই সিলমোহর ব্যবহারের মধ্য দিয়ে ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হয়। বিশেষ এই সিলমোহরের বাঁ দিকে রয়েছে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি। ওপরের দিকে লেখা রয়েছে ‘সেলিব্রেটিং টোয়েন্টিফাইভ ইয়ার্স অব একুশে ফেব্রুয়ারি, এসটিএ’। এর নিচে ‘ডিবিবিএল ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে’ লেখা। এই উদ্যোগে পৃষ্ঠপোষকতা দিয়েছে ঢাকার ‘ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড’ (ডিবিবিএল)।
×