ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজধানীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু, বাস চাপায় এক ব্যক্তি হত

প্রকাশিত: ০৪:২৭, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

রাজধানীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু, বাস চাপায় এক ব্যক্তি হত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর উত্তরখানে পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ডেমরায় এক গামের্ন্টস শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। আজিমপুরে দুই বাসের মাঝে চাপা পড়ে বেসরকারী এক চাকরিজীবীর মৃত্যু হয়েছে। মতিঝিলে অফিস কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। এদিকে পুরান ঢাকার নারিন্দায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত দলের এক সদস্য গুলিবিদ্ধ হয়েছে। এ সময় গুলিভর্তি দুটি বিদেশী পিস্তল ও ধারালো অস্ত্রসহ ছয় ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে এ তথ্য জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাজধানীর উত্তরখান থানার মাজা পুরানপাড়া এলাকায় পানিতে ডুবে মীম (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃতের বাবার নাম আব্দুস সালাম। শিশুটি ওই এলাকায় আবুল হোসেনের বাড়িতে বাবা-মায়ের সঙ্গে ভাড়া থাকতেন। গ্রামের বাড়ি বরিশাল জেলার গৌরনদী থানার চন্দ্রহার গ্রামে। উত্তরখান থানার সাব ইন্সপেক্টর আজিজুর রহমান জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে পুরানপাড়ার আবুল হোসেনের বাড়ির পাশের একটি ডোবা থেকে শিশু মীমের ভাসমান লাশ উদ্ধার করা হয়। পরে সকাল ১১টায় মীমের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়। তিনি আরও জানান, সোমবার সকাল ৯টা থেকে শিশুটি নিখোঁজ ছিল। মৃত মিমের বাবা আবদুস সালাম জানান, কারও বিরুদ্ধে কোন অভিযোগ নেই আমার। মিম সাঁতার জানত না। পানিতে পড়ে গিয়েই সে মারা গেছে। দুইজনের মৃত্যু ॥ রাজধানীর ডেমরায় সামসুল ইসলাম (৪৬) নামে এক গার্মেন্টস শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে পুলিশ স্থানীয় পশ্চিম টেংরার হাসির ভাড়া বাড়ি থেকে তার পচগলা লাশ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। নিহতের বাবা মৃত সিদ্দিক আলী। গ্রামের বাড়ি সিলেট জেলার বালাগঞ্জ থানার গলমুকাপন গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার বেলা ১১টায় মৃতের ঘর থেকে দুর্গন্ধ পেয়ে প্রতিবেশীরা তার ফুলে ফেঁপে ওঠা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে দুপুরে থানা পুলিশ লাশ উদ্ধার করে। মৃতের বোনের বরাত দিয়ে পুলিশ আরও জানায়, মৃত সামসুল ইসলাম গত ১০ বছর আগে পরিবারের সঙ্গে রাগ করে ঢাকায় চলে আসেন। দীর্ঘদিন ধরে তিনি রূপগঞ্জের একটি গার্মেন্টসে চাকরি করে আসছিলেন। তবে কারও সঙ্গে তার কোন শত্রুতা বা ঝগড়া ছিল বলে কেউ কোন তথ্য দিতে পারেননি। এ ব্যাপারে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম কাওসার জানান, গত ৯ থেকে ১০ দিন আগে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার শরীরের বেশিরভাগ অংশে বড় বড় ফোসকা পড়েছে। তার শরীরে কালো শিরা দেখে মনে হচ্ছে তিনি বিষপান করেছেন। তবে ময়নাতদন্তের পর আসল ঘটনা জানা যাবে। তদন্ত চলছে। এদিকে একইদিন রাজধানীর মতিঝিলের আরামবাগে একটি বেসরকারী প্রতিষ্ঠানে আর্কাইভ অফিস থেকে জাহাঙ্গীর আলম (২৫) নামে এক কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে ১টায় ওই অফিসের দুই বাসের মাঝে চাপায় যুবকের মৃত্যু ॥ রাজধানীর আজিমপুরে দুই বাসের মাঝে চাপা পড়ে মোঃ রাসেল (২৪) নামে এক চাকরিজীবীর মৃত্যু হয়েছে। নিহতের বাবার নাম খোদা বক্স। গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার মজিদপুর এলাকায়। তিনি সাভার বাসস্ট্যান্ড এলাকায় থাকতেন। বন্দুকযুদ্ধে ডাকাত গুলিবিদ্ধ ॥ মঙ্গলবার ভোর রাতে পুরান ঢাকায় নারিন্দায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত দলের এক সদস্য গুলিবিদ্ধ হয়েছে।
×