ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ক্রুজের ভুলে মনোনয়ন দৌড়ে এগিয়ে গেলেন রুবিও

প্রকাশিত: ০৪:২৫, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

ক্রুজের ভুলে মনোনয়ন দৌড়ে এগিয়ে গেলেন রুবিও

দলীয় প্রভাবশালী নেতাদের সমর্থন পেয়ে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় সম্ভাব্য প্রার্থী হিসেবে নিজের অবস্থান সংহত করেছেন মার্কো রুবিও। অপরদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী টেড ক্রুজের প্রচার শিবিরের ভুলে দলটির এগিয়ে থাকা মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের বিকল্প হিসেবেও রুবিওর অবস্থান উজ্জ্বল হয়েছে। খবর ইয়াহু নিউজের। রিপাবলিকান পার্টির উটাহর সিনেটর ওরিন হ্যাচ, আরকানসাসের গবর্নর আসা হাচিন্সন এবং সাবেক প্রেসিডেন্ট প্রার্থী বব ডোলের মতো বেশ কয়েকজন প্রভাবশালী নেতা সোমবার রুবিওর প্রতি তাদের সমর্থন ঘোষণা করেন। শনিবার সাউথ ক্যারোলাইনার প্রাইমারিতে স্পষ্ট ব্যবধানে জয় পান ট্রাম্প। দ্বিতীয় অবস্থানে রুবিও থাকলেও প্রতিদ্বন্দ্বী ক্রুজের সঙ্গে তার ভোটের ব্যবধান এক হাজারের চেয়েও কম ছিল। কিন্তু নিজের প্রচার শিবির থেকে রুবিওকে নিয়ে মিথ্যা ভিডিও প্রচার করায় বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন ক্রুজ। ওই ভিডিওতে রুবিও বাইবেল বাতিল করে দিচ্ছেন বলে দেখানো হয়েছে। ভিডিওতে দেখানো হয়, রুবিও বাইবেলের উল্লেখ করে বলেছেন, এতে অনেক প্রশ্নেরই উত্তর নেই। এই ‘অসত্য গল্প’ ফেসবুকে পোস্ট করার জন্য রবিবার রাতে ক্ষমা প্রার্থনা করেন ক্রুজের মুখপাত্র রিক টাইলার। কিন্তু পরদিন সোমবার বিকেলেই রিককে বরখাস্ত করেন ক্রুজ। অন্য প্রার্থীদের ধর্ম বিশ্বাস নিয়ে তার প্রচার শিবির প্রশ্ন তোলে না দাবি করে ক্রুজ বলেন, এ কারণেই আমি রিক টাইলারকে পদত্যাগ করতে বলেছি। এসব ঘটনার পর ক্রুজের প্রচার শিবিরকে অসৎ আখ্যায়িত করে তীব্র সমালোচনা করেছে রুবিও ও ট্রাম্প শিবির। ট্রাম্প রিপাবলিকান প্রেসিডেন্ট পদে মনোনয়ন প্রার্থীদের মধ্যে এগিয়ে থাকলেও রাজনীতিতে তিনি বহিরাগত। অন্যদিকে রুবিও টেক্সাস এবং ক্রুজ ফ্লোরিডা থেকে নির্বাচিত সিনেটর। ট্রাম্পের বিকল্প হিসেবে এই দুজনের দিকেই চোখ ছিল রিপাবলিকান নেতাদের। সোমবারের পর সে বিবেচনায় অনেকখানি এগিয়ে গেলেন রুবিও।
×